আমাদের কথা খুঁজে নিন

   

শাবির ১৪ শিবির কর্মী বহিষ্কার

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) শিক্ষকদের মানববন্ধনে হামলার অভিযোগে ১৪ শিবির কর্মীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার সন্ধ্যায় শৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ তথ্য নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিমাদ্রী শেখর রায় জানান, কেন তাদের স্থায়ী বহিষ্কার করা হবে না এই মর্মে কারণ দর্শানোর নোটিস দিয়ে আত্দপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে। সাময়িক বহিষ্কৃতদের নাম জানা যায়নি। এদিকে গত ২৬ জানুয়ারি ছাত্রলীগ-শিবির সংঘর্ষের ঘটনায় জড়িত সন্দেহে বৃহস্পতিবার রাতভর পুলিশের বিশেষ অভিযানে ৮২ শিক্ষার্থীকে আটক করা হয়েছে। তবে তারা কেউই মামলার আসামি নয় বলে জানা গেছে। মামলার আসামি না ধরে সাধারণ শিক্ষার্থীদের আটক ও হয়রানির ঘটনায় প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা। এ বিষয়ে প্রক্টর হিমাদ্রি শেখর জানান, পুলিশের সঙ্গে কথা বলে আটককৃতদের মধ্য থেকে ৬১ জনকে ছাড়িয়ে আনা হয়েছে। সার্বিক বিষয়ে উপাচার্য অধ্যাপক আমিনুল হক ভুইয়া বলেন, ঢালাওভাবে সাধারণ শিক্ষার্থীদের আটক দুঃখজনক। বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ ভাঙচুর ও তাণ্ডবের সঙ্গে জড়িতদের আটক করার জন্য পুলিশের ঊধর্্বতন কর্মকর্তাদের বলা হয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.