আমাদের কথা খুঁজে নিন

   

স্বাগত ২০১৪

রাজনৈতিক সংঘাতে দগ্ধ আমাদের এই দেশে বর্ষবরণের পরিবেশ থাক বা না থাক- আজ নববর্ষ। সারা দুনিয়ায় প্রায় সব দেশে গ্রেগরিয়ান দিনপঞ্জির প্রথম দিনটি পালিত হচ্ছে উৎসবি আমেজে। প্রাকৃতিক নিয়মে পুরনোকে বিদায় জানিয়ে নতুনের আগমন ঘটে। এ নিয়ম মেনেই গত রাত ১২টায় বিদায় নিয়েছে স্মৃতিমণ্ডিত ২০১৩ সাল। রাত ১২টা ১ মিনিটে বহু প্রত্যাশিত ২০১৪ সালের আগমন ঘটেছে। নতুন বছরে পা রেখে মানুষ আগত দিনগুলোকে নতুনভাবে সাজানোর শপথ নেয়। বিদায়ী বছরের যা কিছু ভুলত্রুটি, যা কিছু গ্লানিময় তা পরিহারের প্রত্যাশা ব্যক্ত করা হয়। ইতিহাসের বিবেচনায় বাঙালি এক প্রাচীন জাতি। আমাদের আধুনিক ইতিহাসও অহংকার করার মতো তাৎপর্যের দাবিদার। জাতিগতভাবে বাঙালিরা যে সচেতন এবং আত্দমর্যাদাসম্পন্ন তা ফুটে উঠেছে ভাষা ও স্বাধীনতার জন্য আত্দত্যাগের ইতিহাসে। মুক্তিযুদ্ধের অর্জনকে সমুন্নত রাখার স্বার্থর্েই নববর্ষে আমাদের একটি সুখী-সমৃদ্ধিশালী গণতান্ত্রিক দেশ গড়ার শপথ নিতে হবে। প্রকৃতি উদারভাবে আমাদের দান করেছে উর্বর মাটি। এ মাটিতে বীজ বুনলেই সহজে ভরে যায় ফসলের মাঠ। এ দেশের নদনদী, খালবিল, হাওর-বাঁওড় যত্ন পেলে সোনার খনিতে রূপান্তরিত হতে পারে। আমাদের রয়েছে পরিশ্রমী মানুষ। ঐক্যবদ্ধভাবে প্রয়াস চালালে এ জাতিকে সমৃদ্ধ বিশ্বের কাতারে নিয়ে যাওয়া যায়। তবে এ জন্য দরকার জাতীয় ঐক্য। দরকার হীনম্মন্যতাকে ঝেড়ে ফেলে শিরদাঁড়া সোজা করা। দরকার পারস্পরিক শ্রদ্ধাপূর্ণ পরিবেশ। এ জন্য মুক্তিযুদ্ধের স্পর্ধিত অহংকারকে যেমন সামনে আনতে হবে তেমনি গণতান্ত্রিক চেতনাকে আত্দস্থ করতে হবে। এ বিষয়টি উপেক্ষিত হওয়ায় বিদায়ী ২০১৩ সালের এক বড় অংশই অতিক্রান্ত হয়েছে রাজনৈতিক সংঘাতকে অনুসঙ্গ করে। ২০১৪ সালের শুরুটাই হচ্ছে অবিরাম অবরোধের মধ্য দিয়ে। দশম সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধ জাতিকে যে অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে তা থেকে মুক্তি কবে পাওয়া যাবে তা একটি অজানা বিষয়। তারপরও আমরা আশাবাদী হতে চাই। বিশ্বাস করতে চাই সংকট উত্তরণে সরকার ও বিরোধী দল দুই পক্ষই যত্নবান হবে। খুঁজে পাবে সব পক্ষের অংশগ্রহণ নিশ্চিত করে এমন নির্বাচনী রোডম্যাপ। গ্রেগরিয়ান নববর্ষে দেশ ও বিশ্ববাসীকে আমাদের শুভেচ্ছা। শুভ হোক ২০১৪।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.