নিখোঁজের ১৪ দিন পর গৃহবধূর গলিত লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া বগুড়ার সারিয়াকান্দি ও সোনাতলা থেকে দুই যুবক এবং পঞ্চগড়ে নিখোঁজ ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। পাবনায় এক যুবককে হত্যা করে যমুনায় ভাসিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
নারায়ণগঞ্জ : সদর উপজেলার ফতুল্লায় নিখোঁজের ১৪ দিন পর মিনা বেগম (২০) নামে এক গৃহবধূর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা ২টায় লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য শহরের ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশ গৃহবধূর স্বামী আবুল হোসেন (৪২) ও প্রথম ঘরের সন্তান শুভকে (২০) আটক করেছে। মিনা বেগম ছিল আবুল হোসেনের দ্বিতীয় স্ত্রী। তিনি ইসদাইর এলাকার আসালাম আলীর মেয়ে। বগুড়া : সোনাতলা ও সারিয়াকান্দি উপজেলা থেকে দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোনাতলায় নব বিবাহিত স্ত্রী দরদী খাতুনকে (১৮) নিজ বাড়িতে আনতে গিয়ে খুন হয়েছেন নতুন জামাই নজরুল ইসলাম পান্না (২০) এবং সারিয়াকান্দি থেকে উদ্ধারকৃত লাশের পরিচয় পাওয়া যায়নি। পঞ্চগড় : বোদা উপজেলার ব্যাংহারী ইউনিয়নের পাম নদীর ব্রিজের নিচে মো. নুরুন্নবী (১৫) নামে এক ছাত্রের লাশ পাওয়া গেছে। সে একই ইউনিয়নের ইসলামপুর গ্রামের মো. জাহাঙ্গীর আলমের ছেলে। পরিবার সূত্রে জানা যায় সে গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিল। পাবনা : জেলা সদরে ছাকাই নামে এক যুবককে হত্যা করে লাশ যমুনায় ভাসিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল পর্যন্ত তার লাশ উদ্ধার করা যায়নি। ছাকাই মানিকনগর গ্রামের আবদুস সালামের ছেলে। সোমবার রাতে সহোদর তিন ভাই নৌকায় যমুনা নদীতে মাছ ধরতে যায়। এ সময় জাল ফেলা নিয়ে ঘিউর গ্রামের দুলালেরর সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে মারধরে ঘটনাস্থলেই মারা যান ছাকাই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।