আমাদের কথা খুঁজে নিন

   

১৪৪ ধারা উপেক্ষা করে সমাবেশ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ১৪৪ ধারা উপেক্ষা করে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রেণুর নেতৃত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পাকুন্দিয়া কোর্ট বিল্ডিং মাঠে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সাবেক ভিপি শফিকুল ইসলাম, আবুল কালাম আজাদ, আরিফুজ্জামান খন্দকার, নজরুল ইসলাম আকন্দ, সোহেল রানা প্রমুখ। রেণু বলেন, তার সমাবেশ ভণ্ডুল করতেই পাল্টা সমাবেশ ডাকা হয়েছিল। অপরদিকে মোতায়েম হোসেন স্বপন জানান, আইনের প্রতি শ্রদ্ধা রেখেই তিনি সমাবেশ করেননি।

উল্লেখ্য, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গতকাল বিকালে পাকুন্দিয়া ঈদগাহ মাঠে সমাবেশ আহ্বান করেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম রেণু ও যুগ্ম আহ্বায়ক মোতায়েম হোসেন স্বপন। প্রশাসন সংঘর্ষ এড়াতে সমাবেশ স্থলে ১৪৪ ধারা জারি করেন।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.