আমাদের কথা খুঁজে নিন

   

১১ জেলায় ১৪৩ জন গ্রেফতার

দশম জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সারা দেশে যৌথবাহিনীর গ্রেফতার অভিযান অব্যাহত আছে। গতকাল ১১ জেলায় ১৪৩ জন গ্রেফতার হয়েছেন। এদের বেশির ভাগই বিএনপি ও জামায়াত সংশ্লিষ্ট। বুধবার সন্ধ্যা থেকে গতকাল ভোর পর্যন্ত পুলিশ, র্যাব বিজিবির সমন্বয়ে গঠিত যৌথবাহিনী তাদের গ্রেফতার করে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর_ চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগর ও জেলায় যৌথবাহিনী অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াত-শিবিরের ৩৬ জনকে গ্রেফতার করেছে। এদের অধিকাংশই সাম্প্রতিক নাশকতা ও সহিংসতার অভিযোগে দায়ের হওয়া বিভিন্ন মামলার আসামি।

সিলেট : জেলার বিভিন্ন স্থান থেকে ২২ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে বিএনপি ও জামায়াতের পাঁচজন কর্মী রয়েছেন। বাকিরা বিভিন্ন মামলার আসামি। কুমিল্লা : কুমিল্লায় ২২ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। এর মধ্যে বিএনপির ১০ ও জামায়াত-শিবিরের ১২ জন রয়েছেন। তাদের সবার নামে বিভিন্ন থানায় হরতাল ও অবরোধে নাশকতার মামলা রয়েছে। সাতক্ষীরা : জেলার বিভিন্ন স্থানে গাছ কাটা, ভাঙচুরসহ নাশকতা সৃষ্টির অভিযোগে জামায়াত-শিবিরের ১০ কর্মীকে আটক করা হয়েছে। তারা হলেন সালাম (২৭), সামিউল ইসলাম (১৮), জহিদ হাসান (১৬), মোছাফির গাজী (২৩), আকবর মালিক (৫৫), মতিউর রহমান (২৫), আবুল হোসেন (২৫), আবদুল্লাহ আল মামুন (২০), শাহাবুল ইসলাম (২২) ও হামিদ মোল্যা (৪৮)। দিনাজপুর : বিভিন্ন স্থানে যৌথবাহিনী সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করেছে। এর মধ্যে বিএনপির তিনজন, জামায়াত-শিবিরের তিনজন এবং বাকিরা বিভিন্ন মামলার আসামি। পাবনা : পাবনায় বিএনপি ও জামায়াতের ১৭ সমর্থককে আটক করা হয়েছে। এর মধ্যে সদর থানা নয়জন ও আতাইকুলা থানা আটজনকে আটক করে। লক্ষ্মীপুর : জেলায় বিএনপি ও জামায়াত-শিবিরের ছয় কর্মীকে গ্রেফতার করা হয়েছে। নাটোর : সদর থানায় পাঁচজন, লালপুরে দুজন ও গুরুদাসপুরে দুজনকে আটক করেছে যৌথবাহিনী। নড়াইল : সদর উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক এনামুল সরদারসহ চারজনকে আটক করা হয়েছে। কলাপাড়া (পটুয়াখালী) : উপজেলা জামায়াতের সেক্রেটারি, আরামগঞ্জ মাদ্রাসার সুপার মাওলানা মোর্শেদুল আলমকে গ্রেফতার করেছে পুলিশ। মৌলভীবাজার : বড়লেখা উপজেলার সুজানগরের বাসিন্দা সাইফুল ইসলাম (২৮) ও সিকামহল গ্রামের আনওয়ারুল ইসলাম পাবেল (২৫) নামে দুই জামায়াত কর্মীকে আটক করা হয়েছে।

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.