আমাদের কথা খুঁজে নিন

   

আখেরি মোনাজাত চাই জীবন পরিবর্তন

২৬ জানুয়ারি অনুষ্ঠিত হয়ে গেল বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত। গতকাল থেকে আবার শুরু হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। যা ২ ফেব্রুয়ারি রবিবার আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে। প্রায় অর্ধকোটি মুসলমান আখেরি মোনাজাতে অংশ নেয়। বাংলাদেশ ছাড়াও তাবলিগ জামাতের উদ্যোগে আয়োজিত এই জনসমুদ্রে এ বছর যোগ দিয়েছে বিশ্বের প্রায় ১৩২টি দেশের ৩৫ হাজার মুসলমান। আখেরি মোনাজাতকে কেন্দ্র করে আমাদের দেশের মানুষের মধ্যে এক ধরনের ধর্মীয় আবেগ ও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। সবাই চেষ্টা করে, যে করেই হোক আখেরি মোনাজাতে শরিক হতে। জীবনের গুনাহগুলো আল্লাহর দরবারে মাফ চাওয়া এবং জীবনে সুখ-শান্তি ও উভয় জগতের মঙ্গল কামনার জন্যও অনেকে এখানে আসেন। মহান আল্লাহর দরবারে নিজেকে উজাড় করে মুসলমানরা বিশ্বের এই দ্বিতীয় সর্ববৃহৎ সম্মেলনের আখেরি মোনাজাতে শরিক হয়। মোনাজাত শেষে কিছু লোক আল্লাহর রাস্তায় গিয়ে দাওয়াতে তাবলিগের কাজ করেন। চিল্লা, (৪০ দিন) ৩ চিল্লা, ছয় মাস ও এক বছর সময় আল্লাহর রাস্তায় লাগানোর মাধ্যমে তারা দীনের কাজ নিয়ে পৃথিবীতে ছড়িয়ে পড়েন। আর বাকি বেশির ভাগ মুসলমান মোনাজাত শেষে বাসায় ফিরে আসেন। নিজের জীবন পরিবর্তনের দিকে তাদের কোনো নজর নেই। তিন দিন ধরে বিশ্ব ইজতেমায় তাবলিগের মুরবি্বরা যেসব মূল্যবান বয়ান করেন সেগুলো শোনার কোনো আগ্রহ তাদের নেই। আগে যেসব অন্যায়-অপরাধ করত, সেগুলো থেকে বের হয়ে আসার কোনো চিন্তা তারা করে না। আগের অপরাধ এখনো তারা করে যায়। মানুষকে কষ্ট দেওয়া, মিথ্যা কথা বলা, ওজনে কম দেওয়া, মালে ভেজাল দেওয়া, সুদ-ঘুষ খাওয়াসহ সব ধরনের অপরাধ তারা নির্দ্বিধায় করে যায়। তারা মনে করে, আখেরি মোনাজাতের মাধ্যমে সব পাপ মার্জনা হয়ে গেছে। তাদের এসব ধারণা মোটেও ঠিক নয়। ইসলাম চায় মানুষের জীবন পরিবর্তন। জীবনে ভালো আমল ও সৎ কাজ দ্বারা প্রতিটি মুসলমান সুসজ্জিত হোক, এটাই ইসলামের মূল দর্শন। যারা শুধুই মোনাজাতে শরিক হওয়ার জন্য ইজতেমায় যান তাদের মনে রাখতে হবে, ইসলাম আবেগকে প্রশ্রয় দেয় না। ইসলাম চায় বাস্তবতার নিরিখে প্রতিটি মানুষ ভালো হয়ে যাক। সবাই ভালো কাজ করুক। অন্যায়-অপরাধ থেকে সবাই পবিত্র হোক। মহান আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন।

লেখক : খতিব, বাইতুর রহমত জামে মসজিদ, গাজীপুরা, টঙ্গী।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.