আমাদের কথা খুঁজে নিন

   

মানবজাতি আজ নিরাপত্তাহীন : বেফাক

বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাক) নেতারা বলেছেন, মানবজাতি আজ চরম হুমকি ও নিরাপত্তাহীনতার সম্মুখীন। দেশের প্রতিটি ঘরে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে। বিশ্ব অশান্তির মহাসাগরে হাবুডুবু খাচ্ছে। ইসলাম থেকে দূরে সরে থাকার দরুন এ মহাবিপর্যয়। এ থেকে রক্ষা পেতে হলে প্রতিটি মানুষের কাছে ইসলামের দাওয়াত পেঁৗছাতে হবে। ভাঙ্গাপ্রেস সামাদ নগরস্থ বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র সংলগ্ন মাঠে গতকাল আয়োজিত আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।

বেফাক জোনের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বেফাক মহাসচিব আল্লামা শেখ আব্দুল জব্বার জাহানাবাদী। আলোচনায় আরও অংশ নেন শাইখুল হাদীস আল্লামা আশরাফ আলী, খতীবে জামান মুনাযিরে আযম হযরত মাওলানা নুরুল ইসলাম ওলীপুরী, মাওলানা মুফতি মুনিরুজ্জামান, মাওলানা রশীদ আহমাদ প্রমুখ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.