আমাদের কথা খুঁজে নিন

   

মৃধা কানাডায় হাফিজ ভারতে দেশে আত্দগোপনে ক

বহুল আলোচিত রেলের নিয়োগবাণিজ্যের সঙ্গে জড়িত রেলের শীর্ষ অভিযুক্ত কর্মকর্তারা আত্দগোপনে রয়েছেন। পূর্বাঞ্চলের সাবেক জিএম ইউসুফ আলী মৃধা কানাডা, অতিরিক্ত প্রধান প্রকৌশলী (যান্ত্রিক) হাফিজুর রহমান ভারত এবং জ্যেষ্ঠ কল্যাণ কর্মকর্তা গোলাম কিবরিয়া দেশেই আত্দগোপনে রয়েছেন বলে জানা গেছে। রেলের সাবেক এই কর্মকর্তারাসহ পাঁচজনের বিরুদ্ধে দুটি পৃথক মামলায় ওয়ারেন্টসহ মালামাল ক্রোকের নির্দেশও দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। তবে আদালতের ওয়ারেন্ট বা মালামাল ক্রোকের কোনো কপি এখনো পায়নি বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ওসি একেএম মহিউদ্দিন সেলিম। তবে তিনি বলেন, কপি পেলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মৃধার অপসারণ ও নিয়োগে ঘুষ বাণিজ্যের অভিযোগে তৎকালীন সময়ে আন্দোলনকারী রেল সংগ্রাম পরিষদের আহ্বায়ক মোখলেছুর রহমান বলেন, দুদকের মামলার পর দেশে কিছু দিন আত্দগোপনে থাকার পর এখন কৌশলে বিদেশে পালিয়ে গেছেন রেলের দুর্নীতিবাজরা। শুনেছি বর্তমানে মৃধা কানাডা, হাফিজুর রহমান ভারত এবং গোলাম কিবরিয়া দেশেই অবস্থান করছেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মাহমুদুল হক বলেন, রেলের ফুয়েল চেকার ও সহকারী কেমিস্ট পদে নিয়োগে দুর্নীতির মামলায় রেলওয়ে পূর্বাঞ্চলের সাবেক মহাব্যবস্থাপক (বর্তমানে বরখাস্ত) ইউসুফ আলী মৃধা, অতিরিক্ত প্রধান যন্ত্র প্রকৌশলী হাফিজুর রহমান, পূর্বাঞ্চলের জ্যেষ্ঠ কল্যাণ কর্মকর্তা (বর্তমানে বরখাস্ত) গোলাম কিবরিয়াসহ পাঁচজনের বিচার ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে। তিনি বলেন, মৃধাসহ সহযোগীদের বিরুদ্ধে রেলে নিয়োগে দুর্নীতির ১৩টি মামলা রয়েছে। এদের মধ্যে ২টির বিচার শুরু, ৮টির চার্জশিট দাখিল এবং ৫টি মামলার তদন্ত চলছে। জানা যায়, ইউসুফ আলী মৃধা সরকারের এক প্রভাবশালী ব্যক্তির সহায়তায় এখন কানাডায় অবস্থান করছেন। খোঁজ নিয়ে জানা গেছে, মৃধা ও হাফিজ দেশে নেই। তবে গোলাম কিবরিয়ার স্ত্রী চট্টগ্রামের একটি কলেজে চাকরির সুবাদে তিনি দেশেই অবস্থান করছেন বলে জানা যায়। ইউসুফ আলী মৃধা ট্রেড অ্যাপ্রেন্টিস পদে নিয়োগে ঘুষবাণিজ্য ছাড়াও রেলওয়ের অর্ধ শতাধিক ক্যাটাগরিতে প্রায় পাঁচ হাজার লোক নিয়োগে ২০০ কোটি টাকার ঘুষবাণিজ্য করেছেন। প্রসঙ্গত, ২০১২ সালের ৯ এপ্রিল রাতে ঢাকায় বিজিবির হাতে নগদ ৭০ লাখ টাকাসহ ধরা পড়েন মৃধা। এ সময় মন্ত্রীর এপিএস ওমর ফারুকও ধরা পড়েন।

জামায়াত-শিবিরের ১০ নেতা-কর্মী গ্রেফতার : চট্টগ্রামে নাশকতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে জামায়াত-শিবিরের ১০ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে সাতকানিয়া উপজেলার ছদাহা গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সাতকানিয়া থানার ওসি খালেদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ১০ নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।

বৃদ্ধের রহস্যজনক মৃত্যু : চট্টগ্রামে মোসত্দাফা আলম প্রকাশ কালু নামে এক বৃদ্ধের রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ঘোড়ামারা এলাকায় এ ঘটনা ঘটে। সীতাকুণ্ড থানার ওসি মো. ইফতেখার হাসান জানান, রাতে কালুর সঙ্গে চাচাতো ভাইদের পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। ঝাগড়ার এক পর্যায়ে কালু গুরত্বর অসুস্থ হয়ে মারা যান। নিহতের পরিবার প্রতিপক্ষের হামলায় তিনি নিহত হয়েছেন বলে দাবি করলেও তার শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। নিহতের লাশের ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.