কেমন আছেন আপনারা? আমার মতো যারা ব্যান্ড সঙ্গীত এর ভক্ত তাদের জন্য আমি নিয়ে এসেছি ইংলিশ হার্ডকোর মেটাল ব্যান্ড এক্সউন্ড এর প্রথম এ্যালবাম। এক্সউন্ড ব্যান্ড এ বছরই গঠন করা হয়েছে এবং এ বছরই তাদের সর্বপ্রথম এ্যালবাম বাজারে এনেছে তারা। এইসব ধরণের গান সবার ভাল নাও লাগতে পারে। যারা ইংলিশ এবং মেটাল গান বুঝেন তারাই শুনে নিতে পারেন। এবং গানগুলো বাজাতে গিয়ে বিটবক্স ফাটিয়ে ফেল্লে এবং কানের সমস্যা হলে আমি দায়ী নই!!
ফ্রম:
ইউনাইটেড কিংডম
ধরণ:
গ্রুভ মেটাল,
মেটালকোর,
হার্ডকোর মেটাল
একটিভ আছে:
২০১২ সাল থেকে
লেভেল:
সার্চ এন্ড ডেস্ট্রয়
এসোসিয়েট এক্টস:
Bullet for My Valentine, Cancer Bats, Glamour of the Kill, Pitchshifter, Rise to Remain, Pop Will Eat Itself, Avenged Sevenfold
অফিসিয়াল ওয়েবসাইট:
http://www.axwwounduk.com
মেমবারস:
Liam Cormier
Matthew Tuck
Mike Kingswood
Joe Copcutt
Jason Bowld
এক্সউন্ড একটি ব্রিটিশ-কানাডিয়ান সুপারগ্রুপ ব্যান্ড গঠিত করা হয়েছে ২০১২ সালে।
জনপ্রিয় রক ব্যান্ড বুলেট ফর মাই ভ্যালেন্টাইন, ক্যান্সার ব্যাটস, গ্ল্যামার অফ দ্যা কিল, রাইস টু রিমেইন এবং পিচশিফটার এর একটি সাইড প্রজেক্ট বা সম্মন্বিত ব্যান্ড এক্সউন্ড। লিড ভোকাল এ রয়েছেন ক্যান্সার ব্যাটস ব্যান্ড এর লিয়াম, গিটার এবং ব্যাকিং ভোকাল এ রয়েছেন বুলেট ফর মাই ভেলেন্টাইন এর ম্যাটথিউ ট্রাক, গ্ল্যামার অফ দ্যা কিল এর মাইক কিংসউড রয়েছেন গিটার এ, রাইস টু রিমেইন এর জয়ই কপকাট রয়েছেন ব্যাস এ এবং পিচশিফটার এর জেইসন বল্ড রয়েছেন ব্যান্ডটির ড্রামস এ। ব্যান্ডটি তাদের প্রথম আত্মপ্রকাশ করে মে ১, ২০১২ সালে বিবিসি রেডিও রক শো তে তাদের “পোষ্ট এপোলোকালিপিক পার্টি” গানটির মাধ্যমে। ব্যান্ডটি তাদের সর্ব প্রথম এ্যালবাম ভলচারস রিলিজ করে অক্টোবর ১, ২০১২ সালে।
Album:
রিলিজ:
অক্টোবর ১, ২০১২।
ধরণ:
গ্রুভ মেটাল,
মেটালকোর
ট্র্যাক লিষ্ট:
Original CD
No.
Length
1.
3:46
2.
4:47
3.
2:41
4.
4:10
5.
4:32
6.
3:48
7.
5:56
8.
3:34
9.
3:35
10.
4:46
41:35
এ্যালবামটি শুনে নিতে পারেন। তাঁরছিড়া মেটাল এর দারূণ উদাহরণ এ্যালবামটি। তবে এ্যালবামটি ডাউনলোড করবেন কিনা দ্বিধায় আছেন তারা এ্যালবামটির বেষ্ট ট্র্যাকটি নিচে হতে ডাউনলোড করে নিন।
কোল্ড – এক্সউন্ড (ভলচারস) - http://a.tumblr.com/tumblr_m5aulmwLeE1qexkhho1.mp3
এ্যালবামটির ডাউনলোড লিংক: (110MB)
http://linksave.in/308179156506b63720e5a3
RAR Password: 2012
এ্যালবামটি শুনে কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না যেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।