অ্যাটলেটিকো মাদ্রিদ যেন বার্সেলোনার গলার কাঁটা। গিলতেও পারছে না, ফেলতেও পারছে না। টানা চারটা ম্যাচ অ্যাটলেটিকোর বিপক্ষে জয়হীন থাকতে হলো কাতালানদের। গত মঙ্গলবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে খেলতে নেমে ন্যু ক্যাম্পে বার্সেলোনাকে ১-১ গোলে রুখে দিয়েছে লা লিগার শীর্ষে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদ। এই নিয়ে টানা চার ম্যাচে বার্সেলোনার সঙ্গে ড্র করল সাইমনের শিষ্যরা।
কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ড্র নিয়ে বাড়ি ফিরেছে পেপ গার্ডিওলার শিষ্যরাও। ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বায়ার্ন মিউনিখ। এল ক্লাসিকোতে দুর্দান্ত এক জয়ে আত্মবিশ্বাসের সপ্তম আকাশে থাকা বার্সেলোনার জন্য অ্যাটলেটিকো মাদ্রিদ বড় কোনো বাধা হবে, এমনটা খুব কম ফুটবলভক্তই ভেবেছিল। তবে ন্যু ক্যাম্পে খেলা শুরুর পর দেখা গেল অ্যাটলেটিকো মাদ্রিদ নামক শ্বাপদের সবকটা নখ-দন্ত অাঁচড় কাটার জন্য প্রস্তুত। ম্যাচের দ্বিতীয়ার্ধে দিয়েগো রিবাসের গোলে এগিয়ে গিয়ে তারা এটা প্রমাণও করেছিল।
ভাগ্য ভালো কাতালানদের। ব্রাজিলিয়ান তরুণ তারকা নেইমার ৭১ মিনিটেই গোলটা পরিশোধ করেছিলেন। ম্যাচে লিওনেল মেসি ছিলেন নীরব দর্শক! ১-১ গোলে ড্র হওয়াতে সুবিধা হলো অ্যাটলেটিকোর। সামনের ম্যাচে (৯ এপ্রিল) গোলশূন্য ড্র করলেই সেমিফাইনাল নিশ্চিত! বার্সেলোনাকে সেমিফাইনাল নিশ্চিত করতে হলে ম্যাচটা জিততে হবে অথবা অন্তত ২-২ গোলে ড্র করতে হবে। জার্মান বুন্দেস লিগার শিরোপা নিশ্চিত করে পুরো মনোযোগ চ্যাম্পিয়ন্স লিগে দিয়েছে বায়ার্ন মিউনিখ।
ট্রেবল জয়ের স্বপ্ন তাদের চোখে এবারেও। কিন্তু ইংলিশ লিগে ধুঁকতে থাকা ম্যানইউর মাঠে খেলতে নেমে জার্মান জায়ান্টরা দেখল, বিষয়টা এত সহজ নয়। রেড ডেভিলরা ৫৮ মিনিটে নিমানজা ভিডিকের গোলে এগিয়ে যাওয়ার পর পেপ গার্ডিওলার দুর্দান্ত বায়ার্ন মিউনিখের আত্মবিশ্বাসে কিছুটা চিড় ধরেছিল। তবে বাস্তিয়ান শোয়েইনস্ট্রাইগারের গোলে (৬৭ মিনিটে) সমতায় ফিরে জার্মান জায়ান্টরা। তবে বায়ার্নের নায়ক এই শোয়েইনস্ট্রাইগারই ম্যাচের ৯০তম মিনিটে খলনায়কে পরিণত হলেন।
মধ্যমাঠে রুনিকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ডের শিকার এই জার্মান মিডফিল্ডারকে মাঠ ছাড়তে হয়েছে। তবে অ্যাওয়ে ম্যাচে ১-১ গোলে ড্র করায় এগিয়েই রইল গার্ডিওলার শিষ্যরা। দ্বিতীয় লেগে অ্যালাইঞ্জ এরিনাতে কেবল গোল শূন্য ড্র করলেই হবে!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।