শনিবার রাতে অ্যাথলেতিক বিলবাওয়ের মাঠ থেকে ২-২ গোলের ড্র নিয়ে ফিরেছে বার্সা। আর আতলেতিকো মাদ্রিদের মাঠে ২-১ গোলের জয় পেয়েছে রিয়াল।
তাই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যে ব্যবধান ১৩ থেকে নেমে এসেছে ১১ পয়েন্টে। ৩৩ ম্যাচ থেকে বার্সার সংগ্রহ ৮৫ পয়েন্ট। সমান ম্যাচে রিয়ালের পয়েন্ট ৭৪।
বার্সার বিপক্ষে ২৭ মিনিটে মার্কেল সুসায়েতার গোলে এগিয়ে যাওয়া বিলবাও দ্বিতীয়ার্ধের দশম মিনিটে ব্যবধান দ্বিগুণ করতে পারতো। কিন্তু স্বাগতিকদের দুর্ভাগ্য, সুসায়েতারই ফ্রি কিক ফিরে আসে ক্রস বারে লেগে।
এর কিছুক্ষণ পর মাঠে নামেন লিওনেল মেসি এবং নেমেই খেলার চেহারা পাল্টে দেন তিনি। ৬৭ মিনিটে টানা চার বারের ফিফা বর্ষসেরা ফুটবলার চার জন ডিফেন্ডারের বাধা এড়িয়ে, দুর্দান্ত এক গোল করে সমতায় ফেরান বার্সাকে।
লিগে এটি মেসির ৪৪তম গোল।
প্রতিপক্ষের মাঠে ২৪ গোল করে লা লিগায় আরেকটি রেকর্ড গড়লেন আর্জেন্টাইন তারকা। আগের রেকর্ডটি ছিল গত মৌসুমে ক্রিস্টিয়ানো রোনালদোর ২৩ গোল।
মেসি সমতা নিয়ে আসার দুই মিনিট পর চিলির স্ট্রাইকার অ্যালেক্সিস সানচেজ এগিয়ে দেন বার্সাকে। কিন্তু শেষ মুহূর্তে বিলবাওয়ের মিডফিল্ডার আন্দার হেরেরার গোল সমতা নিয়ে আসে খেলায়।
আগামী মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের ফিরতি লেগে বরুসিয়া ডর্টমুন্ডের সঙ্গে লড়াই।
বরুসিয়ার মাঠে প্রথম লেগ ৪-১ গোলে হেরে যাওয়া রিয়ালের দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে রোনালদোর চোট। মঙ্গলবার সম্পূর্ণ সুস্থ পাওয়ার জন্য দলের সবচেয়ে বড় তারকাকে আতলেতিকোর বিপক্ষে মাঠে নামাননি রিয়ালের কোচ জোসে মরিনিয়ো।
রোনালদোবিহীন রিয়াল পিছিয়ে পড়ে চতুর্থ মিনিটে, আতলেতিকোর কলম্বিয়ান স্ট্রাইকার রাদামেল ফ্যালকাওয়ের গোলে। তবে ৯ মিনিট পরই হুয়ানফ্রানের আত্মঘাতী গোল সমতা নিয়ে আসে ম্যাচে।
রিয়ালকে মহামূল্যবান গোলটি উপহার দেন আর্জেন্টাইন ফরোয়ার্ড অ্যাঞ্জেল ডি মারিয়া, ৬২ মিনিটের সময়।
বাকি সময় নিজেদের জাল অক্ষত রেখে জয়ের আনন্দে মেতে ওঠে স্পেনের সবচেয়ে সফল দলটি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।