বাঁধার দেয়াল ভেঙ্গে মোরা এগোবোই টানা দুই ম্যাচে চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে হারিয়ে অনেকটা ফুরফুরে মেজাজে আছে রিয়াল মাদ্রিদ। লা লিগার ২য় এল ক্লাসিকোতে বার্সাকে ২-১ গোলে হারিয়ে দিল রিয়াল মাদ্রিদ। দলের গুরুত্বপূর্ণ কয়েকজন খেলোয়াড়কে বসিয়ে রেখেও চমৎকার ফুটবলের নৈপুণ্য দেখাল মাদ্রিদের সুযোগ পাওয়ারা। মূল একাদশে ছিলেন না দলের প্রান ভোমরা ক্রিশ্চানো রোনালদো। সামি খেদিরা ও আরবেলুকে বাইরে রেখেই মরিনহো দল সাজান।
মূল দল না খেললেও সুযোগ পাওয়াদের কাছ থেকে চমৎকার লড়াই পেয়েছে বার্সা।
খেলার শুরু হওয়ার ৬ মিনিতেই গোল পায় রিয়াল মাদ্রিদ। ফ্রান্সের করিম বেনজেমা বল পেয়ে গোল করতে ভুল করেন নি। খেলার শুরু থেকেই বার্সার উপর চেপে বসে রিয়াল। ৬ মিনিটে গোল খাওয়ার পর খুব বেশী অপেক্ষা করতে হয় নি মেসিদের।
১৮ মিনিটে বার্সাকে খেলায় ফেরান লিওনেল মেসি। খেলার প্রথমার্ধে আর কোন গোল হয় নি।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই দুই দল একে অপরের উপর আক্রমন পাল্টা আক্রমন করতে থাকে। কিন্তু ৮২ মিনিটের আগে কোন দলই গোলের দেখা পায় নি। ৬০ মিনিটের পর রোনালদো, খেদিরা, আরবেলুকে খেলায় নামিয়ে দেন মরিনহো।
এতে করে খেলায় গতি পায় রিয়াল। রোনালদোর ক্ষিপ্রতায় অনেকবারই বার্সার খেলোয়াড়রা পরাস্ত হয়েছেন। ভিক্টর ভালদেস বাধা হয়ে না দাঁড়ালে ফ্রি কিক থেকে দুটি গোল পেতেন রোনালদো। চমৎকার সেভ করেছেন ভিক্টর ভালদেস।
খেলার সময় যখন ৮২ মিনিট তখন লুকা মদ্রিচের কর্নার কিক থেকে হেডে গোল করেন মাদ্রিদের অধিনায়ক রামোস।
ভেসে আসে বলে চমৎকার হেডে দলকে ২-১ গোলে জিতিয়ে প্রকৃত অধিনায়কের পরিচয় দিয়েছেন রামোস। এই ম্যাচেও মেসিকে তার আসল খেলাটা খেলতে দেন নি মরিনহোর শিস্যরা। তাই তো টানা দুই ম্যাচে বার্সাকে হারিয়ে আবারো আভিজাত্যের পরম্পরায় পদার্পণ করলো রিয়াল মাদ্রিদ। অনেক দিন পর মাদ্রিদিস্তারা টানা দুই ম্যাচে বার্সার সাথে জয়ের স্বাদ পেল।
আগামী মঙ্গল বার চ্যাম্পিয়নস লিগে ম্যান ইউর সাথে ভালো খেলার জন্য পরিপূর্ণ জ্বালানি নিয়ে গেল রিয়াল মাদ্রিদ।
এখন সবার অপেক্ষার পালা মঙ্গল বারের মহা রণে কে জেতে?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।