আমাদের কথা খুঁজে নিন

   

হিমু হত্যা: ৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন

চট্টগ্রামের মহানগর দায়রা জজ এসএম মজিবুর রহমান সোমবার এ মামলার অভিযোগ গঠন করে সাক্ষ্য শুরুর জন্য ১৮ ফেব্রুয়ারি দিন ঠিক করে দেন।

অভিযুক্ত পাঁচ আসামি হলেন- জাহিদুর রহমান শাওন, জুনায়েদ আহমেদ রিয়াদ, তার বাবা শাহ সেলিম টিপু, শাহাদাত হোসেন সাজু ও মাহবুব আলী ড্যানি।

এর মধ্যে টিপু ও সাজু জামিনে থাকলেও বাকিরা পলাতক।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ও চট্টগ্রাম মহানগর পিপি কামাল উদ্দিন আহামেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিচারক আগামী ১৮ ফেব্রুয়ারি এ মামলার পরবর্তী শুনানির দিন ঠিক করেছেন। ওইদিন এ মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হবে।

২০১২ সালের ২৭ এপ্রিল নগরীর পাঁচলাইশ থানা এলাকায় শাহ সেলিম টিপুর বাড়ির ছাদ থেকে হিংস্র কুকুর লেলিয়ে ও ধাক্কা দিয়ে ফেলে দেয়া হয় হিমুকে। আহত অবস্থায় ২৬ দিন চিকিৎসা নেয়ার পর ২৩ মে তার মৃত্যু হয়।

এ ঘটনায় হিমুর মামা বাদি হয়ে পাঁচলাইশ থানায় পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। ২০১২ সালের ৩০ অক্টোবর পুলিশ পাঁচজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয়।

মামলা হওয়ার এক মাস পর শাহাদাত হোসেন এবং ২০১২ সালের ১০ টিপু ও রিয়াদ আদালতে আত্মসমর্পন করেন।

পরে সব আসামিই জামিনে বেরিয়ে যান।


সোর্স: http://bangla.bdnews24.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।