আমাদের কথা খুঁজে নিন

   

মানুষ চিনতে কষ্ট হয় খুব

ভালোবাসার ঊর্বশী বুকে লেখা আছে এক নাম- সে আমার দেশ, আলগ্ন সুন্দর ভূমি- বিমূর্ত অঙ্গনে প্রতিদিন প্রতিরাত জেগে ওঠে তার উদ্ভাসিত মুখ গায়ক পাখিরা আছে এ পৃথিবীর সর্বত্র যেখানেই যাই ভোরবেলা ঘুম ভেঙে গেলে বিছানায় শুয়েও শুনি তাদের কলগান, কিচিরমিচির। যেমন মানুষ আছে এ বিশ্বের আনাচে কানাচে আছে হাসি-কান্না, মান-অভিমান, বিরহ ও প্রেম পাখিদেরও আছে মুক্ত ডানা উড়বার অভিজ্ঞান বনে ও বাদাড়ে, ঝোপে-ঝাড়ে, গাছে গাছে গান। ধরিত্রীরও আছে কমনীয় রূপ সব খানে সবুজে-শ্যামলে, পাহাড়ে-পর্বতে, মরুতে-সাগরে সর্বত্র রূপের ছড়াছড়ি ঋতুতে ঋতুতে, মাসের পর মাস কখনও বৃষ্টি-বন্যা, কখনও শান্ত রূপ, কথনও ঝঞ্ঝা-প্রলয় প্রকৃতির কোল জুড়ে আসে শীত, বসন্ত বা গ্রীষ্মের বাহার। যেখানেই যাই চিনি ফুল-পাখি, সুফলা প্রকৃতি গ্রীষ্মের খরা, শীতের হিম কিংবা বসন্তের রং চিনতে কষ্ট হয় না ধরণীকে বছরের পর অনেক বছর শুধু বদলে যায় মানুষ মেধা ও মননে, ভৌগলিক পরিবর্তনে বদলে যায় গায়ের রং, জাতি কিংবা ধর্ম রাষ্ট্রের কারণে বহুরূপী মানুষ চিনতে কষ্ট হয় খুব কষ্ট হয় এই মনে প্রতিদিনে প্রতিক্ষণে। শেখ জলিল ১৩.০৭.২০১২

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.