আমাদের কথা খুঁজে নিন

   

যন্ত্রের রাজ্যে বাস করা মানুষগুলিকে ধিক্কার ******

জীবনের মুহূর্তগুলো ভালবাসার স্পর্শে রঞ্জিত হোক,জীবনের মুহূর্তগুলো স্বাধীনতার স্পর্শে মুখরিত হোক ** জীবন কেটে যাচ্ছে, এভাবে সেভাবে ...... জীবনকে সরল করে ভেবেছি ... এত জটিল করে ভাবিনি। এত উপলব্ধি করে কি হবে যদি তা বাস্তবায়নই না হয়, আর পেশাগত জীবন আর পারিবারিক জীবনকে সব সময় আলাদা। এই দুটিকে এক করার কোন মানে নেই। পারিবারিক মানুষের কাছে যদি সব কথা খুলেই না বলা যায় তাহলে পরিবার কিসের জন্য। আজ ঘরে ঘরে ফেসবুক আর ই-মেইল স্বাভাবিক জীবনকে কেড়ে নিচ্ছে।

যান্ত্রিক মানুষগুলি যন্ত্রেই তাদের ভাললাগা লাগি কাটিয়ে ফেলে। নিজের মানুষের জন্য টাইম দেয় না । আমি সাধারনত ফেসবুক খুলেছি কিছু কনটাক্ট আর কাজ করার উদ্দেশ্যে । হাসি পায় ফেসবুকে কিছু অপরিচিত মানুষ আপন হবার খুব চেষ্টা চালায়। অদ্ভুত অদ্ভুত মেসেজ আমাকে পাঠায়।

আমার বন্ধু - বান্ধব / আত্মিয়দের সাথে আমি শেয়ার করতেই পারি। কিন্তু উটকো লোকেরা কেন ভাবে এইখানে তাদেরকে বন্ধু বানানোর এক্সেস দিয়েছি দেখে যা খুশি তাই পাঠাবে। আর যন্ত্রে। । ফেসবুকে আমি কি পোষ্টিং দিলাম তাতে তাদের কি ??????????? মাঝে ৮০ এর দশক থেকে টেলিফোনে আপন চেষ্টা দেখা গিয়েছে।

২০০০ থেকে আজ পর্যন্ত মোবাইল ম্যানিয়া ছিল । সামনে কেউ কাউকে চিনে না । কিন্তু মোবাইলে অপরিচিত মানুষগুলিকে আপন করে নেবার হুদাই চেষ্টাকে .। । আর কে কত ধোকাবাজি করবে, মানুষ হিসেবে কে কত নিচে নামবে সেই প্রতিযোগিতায় নেমেছে যেন মানুষ ।

তাই চিৎকার করেই বলছি যন্ত্রের রাজ্যে বাস করা মানুষগুলিকে ধিক্কার ****** ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.