আমাদের কথা খুঁজে নিন

   

গ্রেড বাড়াতে শিক্ষকের পিসি হ্যাক

এক প্রতিবেদনে বিবিসি জানিযেছে, ধারণা করা হচ্ছে শিক্ষকদের কম্পিউটার হ্যাকে ‘কি-লগার’ ব্যবহার করা হয়েছিল। যার ফলে নিউপোর্ট বিচে অবস্থিত করোনা ডেল মার স্কুলের শিক্ষার্থীরা সহজেই শিক্ষকদের কম্পিউটারগুলোকে নিয়ন্ত্রণে নিয়ে নিতে পেরেছিল।
কি-লগার হচ্ছে এমন একটি উপায় যার মাধ্যমে কোনো কম্পিউটারে কোন কোন অক্ষর টাইপ করা হয়েছে তার পূর্ণ তালিকা তৈরি করা সম্ভব। এটি হার্ডওয়্যার বা সফটওয়্যার ব্যবহার করে হতে পারে।
আধুনিক কি-লগার কি-বোর্ডের স্ট্রোক থেকে শুরু করে স্ক্রিনের অনেক কিছুও কি-লগার রেকর্ডে রাখতে পারে।
তদন্তকারীরা এ ঘটনায় জড়িত সন্দেহে ২৮ বছর বয়সী প্রাইভেট টিউটর টিমোথি লাইকে জেরা করতে চাচ্ছে। তাদের অভিযোগ, তিনি হ্যাকিংয়ে জড়িত শিক্ষার্থীদের স্কুল কম্পিউটারে প্রবেশ এবং গ্রেড পরিবর্তনে সহযোগিতা করেছেন। হ্যাকিংয়ে জড়িত একজন শিক্ষার্থী জানিয়েছেন, তিনি এবং লাই এক রাতে স্কুলের রসায়ণ শিক্ষকের কম্পিউটারে কি-লগার স্থাপন করতে গিয়েছিলেন।
করোনা ডেল মার স্কুল এক বিবৃতিতে জানিয়েছে, শিক্ষকদের পোস্ট করা গ্রেড যথাযথ আছে কিনা সে বিষয়টির নিশ্চয়তার জন্যে তারা জোরালো নিরীক্ষা চালাচ্ছেন।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.