জাতীয় ক্রীড়া পরিষদকে (এনএসসি) চিঠি দিয়ে নিজেদের আপত্তির কথা জানিয়েও দিয়েছে বাংলাদেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।
উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের জন্য ১১ থেকে ১৪ মার্চ এই চার দিন বঙ্গবন্ধু স্টেডিয়াম চেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিছুদিন আগে এনএসসি’র কাছে চিঠি দিয়ে এ ব্যাপারে অনুরোধও জানিয়েছে তারা।
কিন্তু বঙ্গবন্ধু স্টেডিয়াম ফুটবলের জন্য বরাদ্দ। তাই এনএসসি বাফুফের কাছে চিঠি দিয়ে এই বিষয়ে জানতে চেয়েছে।
বাফুফে তাদের সরাসরি মানা করে জানিয়েছে, সে সময়ে ব্যস্ত সূচির কারণে তাদের পক্ষে এই মাঠ ছাড়া সম্ভব নয়।
এ প্রসঙ্গে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, “মার্চে বঙ্গবন্ধু স্টেডিয়ামে আমাদের ব্যস্ত সূচি রয়েছে। সে সময় স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট হবে। তাই তখন মাঠ ছাড়া আমাদের পক্ষে সম্ভব নয়। ”
অবশ্য এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
বাফুফেকে বরাদ্দ দেয়া হলেও বঙ্গবন্ধু স্টেডিয়ামের অধিকার এনএসসি’র। তারা চাইলে যে কাউকেই দিতে পারে মাঠটি।
২০১১ ওয়ানডে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান বঙ্গবন্ধু স্টেডিয়ামেই হয়েছিল। তখনো বাফুফে এই মাঠ ছাড়ার ব্যাপারে নিজেদের আপত্তির কথা জানিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত এনএসসি বিসিবিকে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের অনুমতি দেয়।
সে সময় সংস্কারের জন্য ছয় মাস বঙ্গবন্ধু স্টেডিয়ামে কোনো ফুটবল ম্যাচ হয়নি। সব খেলা হয়েছিল কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে।
এদিকে বৃহস্পতিবার পেশাদার লিগ কমিটির এক বৈঠকে ১ মার্চ থেকে বঙ্গবন্ধু স্টেডিয়ামে স্বাধীনতা কাপ ফুটবল আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
কমিটির সভাপতি সালাম মুর্শেদী জানিয়েছেন, “প্রিমিয়ার লিগের ১০টি এবং চ্যাম্পিয়নশিপ লিগের দুটি দল নিয়ে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে স্বাধীনতা কাপ হবে। মৌসুমের শুরুতেই আমরা এই প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত নিয়ে রেখেছি।
আশা করি এই প্রতিযোগিতা নির্ধারিত সময়ে হবে। ”
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।