প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।
ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।
আজ আর তোমার হাতে রাখিনা হাত, চোখে চোখ,
আজ আর তুমি আমার কেউ নও, যেন ভিনদেশের লোক __
আজ আর তুমি হাওয়ার ফড়িং বানাও না অলস বিকেলে
আজ তোমাকে নিয়ে ঘুরতে যাই না পুলকের লেকে।
আজ তুমি বদলে গেছো__সময়ে কড়ারৌদ্রের তাপে,
তোমার শরীর পুড়েছে আজ সময়ের প্রখর উত্তাপে,
স্বামী সন্তান সংসার নিয়ে তোমার আজ ব্যস্ত সময় কাটে
ছকে বাঁধা জীবনে আজ এতটুকু না দাগ কাটে।
আজ তুমি তুখোর হিসেবি মানুষ, কত না পানচুয়াল
অথচ কত নিবিড় ভালোবেসে একদিন দিয়েছিলে মন
কত বেহিসেবি গল্পে চলে গেছে কত না উর্বর বিকাল
প্রেমের আগুনে তোমার কতই ছিল না দহন।
আজ কেমন তুমি, হালকা রঙের এক মার্জিত মহিলা
কে বলবে দেখে, তুমি আমার সেই অপূর্বা অপ্সরী নাবিলা।
০৭.০২.২০১৪
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।