তোমার আবেগ আপ্লুত ভালবাসায়
আমি মিশে রবো অহর্নিশি ।
আমি তোমার গ্রীবাচল হয়ে রবো
তোমার বক্কে পশি পশি -
তোমার আমার সারাক্ষন হবে মিশা-মিশি ।
আমি তোমার হূদয়ে তরঙ্গ হয়ে খেলিব
তোমার বিহ্বলতায় উদ্ভাসি,
তোমার নিপূণ যৌবনা বসন্ত ফুলে,
আমি বসিব ভ্রমর হয়ে আসি –
তুমি হবে মধুরস আমি নেব তুষি ।
তোমার কাজলকালো সুকুমল আঁখিতলে
আমি রব চাঁদ হয়ে ভাসি,
পূর্ণনীশি কাটাব জেগে জ্যোতস্নার ঝরা হয়ে
সোহাগের আবেগে উচ্ছাসি –
তোমার আনন্দ হয়ে মৃদুমন্দে বিভাসি ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।