খুলনা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক হুইপ এস এম মোস্তফা রশিদী সুজা এমপি অভিযোগ করেছেন, রূপসা উপজেলা নির্বাচনে অতিউৎসাহী এক পুলিশ সদস্য গুলি চালিয়ে দলের ৯ নেতা-কর্মীকে আহত করা কোনো স্বাভাবিক ঘটনা নয়। এটা প্রতিক্রিয়াশীল মহলের পূর্ব পরিকল্পনার বাস্তবায়ন। পুলিশ ব্যালট বই ছিনতাইয়ের যে অভিযোগ তুলেছে তাও মিথ্যা। এ কারণে বিষয়টি সঠিক তদন্ত হওয়া প্রয়োজন। তিনি গতকাল বিকালে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব কথা বলেন। সুজা বলেন, সকাল থেকেই রূপসাসহ অন্য ৫টি উপজেলায় স্বাভাবিক পরিবেশেই ভোট চলছিল। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনাও ঘটেনি। যা ভোটে প্রভাব ফেলতে পারে। অথচ গোটা পরিবেশকে ঘোলাটে করতে পুলিশ সদস্য মাসুম দলের নয়জন নেতা-কর্মীকে পাখির মতো গুলি করেছে। গুলিবিদ্ধ তিনজনের অবস্থা সংকটাপন্ন। অথচ এখন পুলিশ গুলিবিদ্ধদের আসামি করে মামলা দায়ের করেছে। সুজা ওই পুলিশ সদস্যসহ এর সঙ্গে জড়িতদের শাস্তির দাবি করেন। এদিকে খুলনার ৫টি উপজেলায় ভোট ডাকাতির অভিযোগ এনে পুনরায় ভোট গ্রহণের দাবিতে খুলনার ১৯ দলীয় জোট দুই দিনের আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।