রাজধানীর গাবতলীতে একটি ব্যবসা প্রতিষ্ঠানের ১৭ লাখ টাকা ছিনতাই হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগীরা বলছেন, ছিনতাইকারীরা প্রকাশ্যে গুলি করে টাকা নিয়ে মোটরসাইকেলে পালিয়ে যায়। গতকাল সকাল ১০টার দিকে গাবতলীর বাগবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্র জানায়, সকালে বাগবাড়ি এলাকায় অবস্থিত ইউনিলিভারের পরিবেশক এরফান ট্রেডার্সের ব্যবস্থাপক, হিসাবরক্ষক ও একজন পিয়ন ১৭ লাখ ১৯০ টাকা ব্যাংকে জমা রাখতে যাচ্ছিলেন। প্রতিষ্ঠান থেকে বের হয়ে ৫০ গজ দূরে অবস্থিত আইএফআইসি ব্যাংকের সামনে যান। এ সময় আগে থেকে ওত পেতে থাকা চার ছিনতাইকারী তাদের আক্রমণ করে। তাদের একজন টাকা বহনকারী পিয়নকে জিআই পাইপ দিয়ে আঘাত করলে তার হাতে থাকা টাকার ব্যাগটি মাটিতে পড়ে যায়। ছিনতাইকারীরা তখন এক রাউন্ড গুলি ছুড়ে ব্যাগটি নিয়ে দুটি মোটরসাইকেলে পালিয়ে যায়। ঘটনার পরই এরফান ট্রেডার্সের পক্ষ থেকে দারুসসালাম থানায় একটি অভিযোগ করা হয়েছে। থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, ঘটনাটি ছিনতাই কি না তা যাচাই করার পাশাপাশি লুট হওয়া টাকা উদ্ধারে অভিযান চলছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।