আমাদের কথা খুঁজে নিন

   

ছাত্রলীগ নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা

লক্ষ্মীপুরে গতকাল দুপুরে সাবেক ছাত্রলীগ নেতা আবদুল হান্নান সুমনকে (৩৫) কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। সদর উপজেলার দত্তপাড়া বাজারের পূর্ব পাশে রাস্তার উপরে এ ঘটনা ঘটে। নিহত সুমন স্থানীয় দত্তপাড়া ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও চৌপল্লী ইউনিয়নের গোপালপুর গ্রামের আবদুল মন্নানের ছেলে বলে জানা যায়। সিরাজগঞ্জ : চৌহালীর পাথরাইলে এক ব্যক্তিকে শ্বাসরোধ করে হত্যার পর মোটরসাইকেল ছিনতাই করেছে সন্ত্রাসীরা। নিহত অশোক কুমারের (৩৫) বাড়ি পার্শ্ববর্তী টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার মাইগড়া গ্রামে। বৃহস্পতিবার রাতে যাত্রীবেশী সন্ত্রাসীরা অশোকের মোটরসাইকেল ভাড়া করে নাগরপুর থেকে রওনা দেয়। পথে চালককে মারধর করে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা করে মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়। শুক্রবার সকালে নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.