আমাদের কথা খুঁজে নিন

   

পুলিশ-শিবির গোলাগুলি গুলিবিদ্ধসহ আহত ৩

জেলার বেগমগঞ্জে আসামি ধরতে গেলে পুলিশের সঙ্গে শিবিরের গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এতে এক শিবির কর্মী গুলিবিদ্ধসহ দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় পুলিশ

শিবির কর্মী ফিরোজ আলম (২৪), নূরুল আফসার শিপন (২৮) ও মো. দিদার পাটোয়ারীকে (৩০) আটক করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২৫ রাউন্ড গুলি ছোড়ে। সোমবার সন্ধ্যায় উপজেলার বাংলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ আহত পুলিশ সদস্যরা হলেন_ কল্প রঞ্জন চাকমা ও দিদার মিয়া।

এবং গুলিবিদ্ধ শিবির কর্মি ফিরোজ আলম (২৪)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার সন্ধ্যায় বেগমগঞ্জ থানার পুলিশ সামপ্রতিক সময়ে হরতাল-অবরোধ ও নির্বাচনোত্তর অভিযুক্ত নাশকতাকারীদের গ্রেফতারে অভিযানে যায় উপজেলার বাংলাবাজার এলাকায়। হঠাৎ পুলিশকে দেখে জামায়াত-শিবির কর্মিরা পুলিশের ওপর হামলা চালায় এবং গুলি ছুড়তে থাকে। এ সময় পুলিশও পাল্টা গুলি ছোড়ে। পুলিশ ও শিবিরের গুলি বিনিময়ের সময় দুই পুলিশ সদস্য আহত হয় এবং ফিরোজ নামের এক শিবির কর্মি গুলিবিদ্ধ হয়। এক পর্যায়ে জামায়াত-শিবির কর্মিরা পিছু হটে। পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধসহ তিনজনকে আটক করেছে।

পুলিশ ও শিবির কর্মির মধ্যে গুলি বিনিময় ও আটকের বিষয়টি নিশ্চিত করেন বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, আহত পুলিশ সদস্যসহ গুলিবিদ্ধকে চিকিৎসা দেয়া হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২৫ রাউন্ড গুলি বর্ষণ করেছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.