ছুটি শেষে প্রথম দিনে ঈদের আমেজে লেনদেন হয়েছে শেয়ারবাজারে। ফলে সরগরম হয়নি মতিঝিলের ব্রোকারেজ হাউস। ডিএসইএঙ্ ব্রোড সূচক সামান্য বাড়লেও কমেছে লেনদেন। গতকাল ঢাকা স্টক এঙ্চেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে মাত্র ১৬২ কোটি টাকার শেয়ার। অন্যদিকে চট্টগ্রাম স্টক এঙ্চেঞ্জে (সিএসই) সার্বিক সূচক ৬৬ পয়েন্ট বেড়েছে। মতিঝিলে বিভিন্ন ব্রোকারেজ হাউসে গিয়ে দেখা গেছে, বেশির ভাগ হাউসই ছিল ফাঁকা। অনেক ব্রোকারেজ হাউসের কর্মকর্তারা এখনো ফেরেননি। ফলে কর্মচাঞ্চল্য দেখা যায়নি শেয়ার কারবারিদের। অনেক ব্রোকারেজ কর্মকর্তারা জানিয়েছেন, শেয়ারবাজারে কর্মচাঞ্চল্য ফিরতে আরও কয়েক দিন লাগবে। বিনিয়োগকারীদের কম উপস্থিতির কারণে লেনদেনও কম হয়েছে বলে জানিয়েছেন তারা। লেনদেন কম হলেও বেশির ভাগ কোম্পানির শেয়ার দর বেড়েছে। ফলে ব্রোড সূচক ২৪ বেড়ে ৩ হাজার ৯১৬ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত ২৭২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৬৪টির, কমেছে ৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টি কোম্পানির শেয়ারের দর।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।