আমাদের কথা খুঁজে নিন

   

সুবর্ণচরে শ্রমিককে পায়ে শেকল বেঁধে হত্যা

নোয়াখালীর সুবর্ণচরে ব্রিকফিল্ড শ্রমিককে ঘরে বন্দি করে শেকল বেঁধে গলায় গামছা পেঁচিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বগুড়ায় হাঁস খামারি, সিরাজগঞ্জে রিকশাচালক ও নরসিংদীতে যুবককে কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা। বরিশাল ও নারায়ণগঞ্জে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর_

নোয়াখালী : সুবর্ণচরে চরজব্বর ইউনিয়নে আবদুল মুনাফ (৫৫) নামে এক ব্রিকফিল্ড শ্রমিককে সোমবার আশরাফ উদ্দিন ছয়-সাত জন লোক নিয়ে নিজ বাড়ি থেকে ধরে নিয়ে আসে। এ সময় তার স্ত্রী বকুল ও মেয়ে পেয়ারা বেগম অনেক কাকুতি-মিনতি করলেও ছেড়ে দেয়নি আশরাফ। উলটো তাদের বলে, টাকা পরিশোধ না করলে তাকে আর ফেরত দেওয়া হবে না। আশরাফ শ্রমিক মুনাফকে তার নিজ বাড়িতে এনে হাতে-পায়ে লোহার শিকল দিয়ে ঘরের মধ্যে বেঁধে রাখে। নিহত আবদুল মুনাফ উপজেলার চরজব্বর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরপানাউল্যাহ গ্রামের মৃত সৈয়দ আহম্মদের ছেলে। তিনি বিভিন্ন ব্রিকফিল্ডে শ্রম বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। মুনাফের স্ত্রী বকুল জানান, তার স্বামী একই এলাকার ব্রিকফিল্ড মাঝি আবু তাহেরের সঙ্গে সেনবাগ উপজেলার ছাতারপাইয়ায় একটি ব্রিকফিল্ডে একই গ্রামের আশরাফ উদ্দিনের মাধ্যমে ৪০ হাজার টাকায় শ্রম বিক্রি করেন। তবে বয়সের ভারে সেই শ্রমের কষ্ট সইতে না পেরে ব্রিকফিল্ড থেকে পালিয়ে আসেন মুনাফ।

বকুল জানান, ব্রিকফিল্ড থেকে পালিয়ে আসার পর আবু তাহের মাঝি আশরাফ উদ্দিনকে চাপ দেন মুনাফকে ধরে দিতে অথবা তার টাকা ফেরত দিতে। আশরাফ উদ্দিন ছয়-সাত জন লোক নিয়ে মুনাফকে তার নিজ বাড়িতে এনে হাতে-পায়ে লোহার শিকল দিয়ে ঘরের মধ্যে বেঁধে রাখেন। অবশেষে গতকাল চরজব্বর থানা পুলিশ দুপুর ১২টায় আশরাফের বাড়ি থেকে মুনাফের লাশ উদ্ধার করে।

এ ঘটনায় চরজব্বর থানার এসআই লিটন চন্দ্র দত্ত জানান, আশরাফের স্ত্রী খতিজা খাতুনকে (৪০) আটক করা হয়েছে। আশরাফ পলাতক। এ ঘটনায় মুনাফের স্ত্রী বাদী হয়ে চরজব্বর থানায় আশরাফ ও তার স্ত্রীসহ তিনজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

বগুড়া : আদমদীঘির আড়াইল গ্রামের উপেন্দ্রনাথ বর্মণ নামের এক হাঁস খামারিকে বুধবার রাতে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার নাগরনদীর পাশ থেকে গতকাল তার লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। উপেন্দ্রনাথ বর্মণ বুধবার সন্ধ্যায় নাগরনদী সংলগ্ন তার হাঁসের খামারে যান। রাত সাড়ে ৮টার দিকে উপেন্দ্রনাথের ছেলে নিলকণ্ঠ খাবার নিয়ে খামারে গিয়ে দেখেন তার বাবার লাশ পড়ে আছে।

সিরাজগঞ্জ : সদর উপজেলার ছাতিয়ানতলীতে ইসহাক আলী নামে এক চালককে হত্যা করে ছিনতাইকারীরা মোটরচালিত রিকশা ছিনিয়ে নিয়েছে। ছাতিয়ানতলী কারিগরি কলেজের কাছে জলাশয় থেকে গতকাল ইসহাকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বরিশাল : গৌরনদীতে অজ্ঞাত পরিচয় এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার ভিমেরপাড় গ্রাম থেকে গতকাল উদ্ধার হওয়া ওই মহিলার লাশ ময়নাতদন্ত শেষে বিকালে আঞ্জুমান-ই হেমায়েত-ই ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে।

নরসিংদী : নরসিংদীতে পৃথক ঘটনায় একজন নিহত ও গুলিবিদ্ধসহ দুজন আহত হয়েছেন। বুধবার রাত ১টার দিকে পলাশের ডাঙ্গা এবং সন্ধ্যায় শহরের রাঙামাটি ঈদগাহ এলাকায় মাদক ব্যবসা ও আধিপত্য নিয়ে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন ডাঙ্গা ইউনিয়নের জয়নগরের নূরচানের ছেলে আরমান মিয়া।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.