দিনাজপুরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে তোফাজ্জল হোসেন (৩০) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতা খুন হয়েছেন।
গতকাল সকাল সাড়ে ১০টার দিকে একটি হত্যা মামলার আসামি হিসেবে আদালতে হাজিরা দিতে যাওয়ার সময় প্রকাশ্য দিবালোকে এ ঘটনা ঘটে। নিহত তোফাজ্জল হোসেন শহরের পশ্চিম বালুয়াডাঙ্গা মহল্লার মৃত আজিজুল ইসলামের ছেলে। তিনি দিনাজপুর পৌর এলাকার ১০ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। পুলিশ জানায়, রানা হত্যা মামলার অন্যতম আসামি ছিলেন তোফাজ্জল। এ ঘটনায় শহরের বালুয়াডাঙ্গা থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এলাকাবাসী জানান, শহরের বালুয়াডাঙ্গা এলাকায় কিছু দিন ধরে মাদক ব্যবসার আধিপত্য বিস্তার নিয়ে দুইপক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে ছয় মাস আগে প্রতিপক্ষের হামলায় রানা নামে এক যুবক খুন হয়। তোফাজ্জল ছিল ওই হত্যা মামলার অন্যতম আসামি। গতকাল রানা হত্যা মামলায় আদালতে হাজিরা দিতে যাচ্ছিলেন তোফাজ্জল। পথিমধ্যে ওই এলাকার কাঞ্চন সমিতির সামনে প্রতিপক্ষের ১২-১৫ জন তাকে চাইনিজ কুড়াল, চাপাতিসহ বিভিন্ন অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে। তোফাজ্জল মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে তার মৃত্যু ঘটে। এ ঘটনায় রিপনসহ (৩০) আরও তিনজন আহত হন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।