চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বৃহস্পতিবার রাতে ডাকাত সন্দেহে গ্রামবাসীর সঙ্গে র্যাবের সংঘর্ষ ও ফাঁকা গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।জানা গেছে, রাত ৮টার দিকে র্যাব-৫-এর সদস্যরা মাদকদ্রব্য উদ্ধারের জন্য গোমস্তাপুর উপজেলার দামপুরা যান। এ সময় তারা একটি মিশুকে তল্লাশি চালালে মিশুকচালক বাবু ও যাত্রীরা র্যাবের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে র্যাব যাত্রীদের ছেড়ে দিয়ে বাবুকে আটক করে এবং পরে ছেড়ে দেয়। মিশুকের যাত্রীরা ঘটনাটি মোবাইল ফোনের মাধ্যমে চারদিকে ছড়িয়ে দেন গ্রামে ডাকাতি হচ্ছে বলে। এ খবরে হাজার হাজার গ্রামবাসী রাত ৯টার দিকে লাঠিসোঁটা নিয়ে জোড়ালমোড় নামক স্থানে র্যাব সদস্যদের ঘেরাও করে ফেলে। এ সময় র্যাব তাদের পরিচয় দিলেও সাদা পোশাকে থাকায় গ্রামবাসীর সন্দেহ হয়। বাগবিতণ্ডা শুরু হলে র্যাব পরিস্থিতি নিয়ন্ত্রণে ২-৩ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এতে গ্রামবাসী আরও উত্তেজিত হয়ে পড়ে। সংবাদ পেয়ে গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার ইয়াসির আরাফাত পেঁৗছে র্যাব সদস্য নিশ্চিত হয়ে জনগণকে শান্ত করার চেষ্টা করে ব্যর্থ হন। পরে সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস জনগণকে শান্ত করার চেষ্টা চালান। কিন্তু জনগণ র্যাবকে ক্ষমা চাইতে হবে বলে শর্ত দেয়। পরে অতিরিক্ত র্যাব ও রিজার্ভ পুলিশ ঘটনাস্থলে পেঁৗছে গ্রামবাসীকে ছত্রভঙ্গ করে রাত ১২টার দিকে অবরুদ্ধ র্যাব সদস্যদের উদ্ধার করে। র্যাব-৫-এর অধিনায়ক গুলির বিষয়টি নিশ্চিত করে জানান, জনগণের সঙ্গে ভুল বোঝাবুঝির কারণে এ ঘটনা ঘটে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।