আমাদের কথা খুঁজে নিন

   

আফ্রিকায় কাজ করবে আইবিএম

এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, আইবিএমের সুপার কম্পিউটার ওয়াসটন আফ্রিকার বিভিন্ন ধরনের তথ্য বিশ্লেষণের কাজ করবে। এতে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডে উন্নতির ছোঁয়া পাবে আফ্রিকার অনুন্নত অঞ্চলগুলো।
আইবিএমের রিসার্চ ইন আফ্রিকার প্রধান বিজ্ঞানী ইউয়ি স্টুয়ার্ট বিবিসিকে জানান, আফ্রিকার শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক উন্নয়নের জন্য আইবিএম বিভিন্ন ধরনের সেবা দেবে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে স্মার্টফোন কিংবা বহনযোগ্য অন্যান্য ডিভাইসের মাধ্যমে ক্লাউডভিত্তিক ইন্টারনেট ব্যবহারের সুযোগ করে দেওয়ার কথা ভাবছে আইবিএম। এছাড়া গবেষণা করা হবে স্বাস্থ্যখাত নিয়েও।
উল্লেখ্য, সাহারার উপকণ্ঠে আফ্রিকায় বসবাসরত নারীদের ২২ শতাংশ জরায়ু ক্যান্সারে আক্রান্ত। আধুনিক প্রযুক্তির বিকাশের মাধ্যমে এসব রোগিদের উন্নত স্বাস্থ্যসেবা দেওয়া সম্ভব হবে। এছাড়া জরায়ু ক্যান্সার প্রতিরোধ ও এ সম্পর্কে সচেতনতা বাড়ানোর কাজ করবে আইবিএম।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.