আমাদের কথা খুঁজে নিন

   

কথামালা -২

তুই যদি হতি আমার জীবন, পেতাম স্বর্গ । অনেক আদর করতাম তোকে । ভুল করেও হারিয়ে যেতে দিতাম না । তোর যখন যা প্রয়োজন, সব দিতাম মন উজার করে, হৃদয় থেকে । তুই ভুল করেও কষ্ট পেতিনা আমার কাছ থেকে ।

আমি জানি পাগলের মত ভালবাসলে তা হারিয়ে যায় না, পারে না কেও কেড়ে নিতে । আমি তোকে সেই ভাবে ভালবাসতাম, যেইভাবে ভালবাসলে মজনুর মত হওয়া যায় । কিন্তু কলিতেই ঝরে গেলি । চলে গেলি তুই করে একাকী । তুই তো সুখেই আছিস নারে? থাক তুই সুখে থাক, ভালেবাসা নিয়ে ।

আমি জানি তুই আমার কখনো ছিলিনা,হোসনি, আর থাকবি কি করে । হারিয়ে যাচ্ছিস অনেক দূরে । তোর ফুলে ভ্রমর আছে ,আমার ফুলে গন্ধ নেই । তোর গায়ে কাটা ভরা আর আমার গায়ে পাখির বিষ্ঠা । ।

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।