আমাদের কথা খুঁজে নিন

   

নিরব ভালবাসা (রিমির গল্প )

ীবনে কিছু সময় স্বার্থপর হতে হয় ।

আজ ২১৷
এখনো নয় দিন??
২৪ ঘন্টার দিনগুলো যদি ২০ ঘন্টা করে হতো তবুও একটু খরচ কম হতো৷
চিন্তা কম হতো৷

কালকে ২২৷
রিমির জন্মদিন৷
পকেটের অবস্থা খুব......৷
ওকে কিছু দিতে হবে৷
অন্তত ও যা দিয়েছিল তার থেকে দামি৷

ভেবেছি একটা রিং দেবো৷
এই ২১দিন সিগারেট না খেয়ে টাকাগুলো জমিয়েছি৷
বেশ কিছু টাকা হয়েছে৷
একটা সিগারেট ৯টাকা৷
দৈনিক ৪/৫টা খেতাম৷
এই একুশ দিনে একটা সিগারেটও মুখে পুড়িনি৷

এখন রাত ১১টা,
ওর সাথে আজ একবারও কথা হয়নি৷
আমি জানি আমাদের মাঝে যা কিছু ভুল হবে সব দোষ আমার আর যা কিছু ঠিক হবে সব ক্রেডিট ওর৷
চুপচাপ থাকি৷
কিছু বলি না৷
ওকে জয়ী দেখতে ভালো লাগে৷

১২:১০৷ওকে
উয়িশ করবো৷
হায়!ফোনে টাকা নেই৷

ভালোবাসো আর নাইবাসো শুধু তোমায় ভালোবাসতে.......
-হ্যালো
-কি ব্যাপার??
-সরি,সরি,ফোনে টাকা ছিলো না,ধার আনব ভাবছিলাম আর তখনই তোমার ফোন......
-হইছে,আর বলতে....
-I love u rimi,,
হঠাৎ এই শব্দ গুলি কেমন যেন আবেগী করে তুলল রিমিকে,,চুপ করে চোখের জল জড়লো নীরবে৷
আর কথা না বাড়িয়ে ফোন কেটে দেয় রিমি,
তার কিছু সময় পর মেসেজ সরি৷

কোনো রিপ্লায় দেয় না রিমি৷
ও আজ অভিমান করেছে,
গভীর সে অভিমান,
পাহাড় সমান৷
কিন্তু রাহিবের ভালোবাসার কাছে তা নিতান্তই অসহায়৷

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।