মাদারীপুর শহরে নিরাময় হাসপাতাল নামে একটি ক্লিনিকে চিকিৎসা নিতে এসে রবিবার সন্ধ্যায় মারা গেছে এক শিশু। ঘটনার পর স্বজনরা ভুল চিকিৎসায় তার মৃত্যুর অভিযোগ এনে হাসপাতাল ভাঙচুরের চেষ্টা করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে সালিশ মীমাংসায় নিহতের পরিবারকে একটি অটোরিকশা কিনে দেওয়ার সিদ্ধান্ত হয়। কালকিনির খাসেরহাটে সুমন মণ্ডলের দেড় বছরের মেয়ে সেতুকে ঠাণ্ডাজনিত কারণে রবিবার নিরাময় হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক পিকে বৈদ্য বিপ্লব সেতুকে ইনজেকশন দেওয়ার জন্য ব্যবস্থাপত্র লিখেন। পরে নার্স সুমা ইনজেকশন পুশ করার পরই সেতুর মৃত্যু হয়। সেতুর মামা দিপু বলেন, হাসপাতালে ইনজেকশন পুশ করার পর মারা যায় তার ভাগিনী।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।