পাকিস্তানের সাবেক সেনাশাসক পারভেজ মোশাররফ রাষ্ট্রদ্রোহের মামলায় প্রথমবারের মতো আদালতে হাজির হয়েছেন। নিরাপত্তা এবং স্বাস্থ্য সমস্যার কারণে এর আগে আদালতের কয়েকটি শুনানিতে হাজির হতে পারেননি তিনি। এক মাসেরও বেশি সময় তিনি হাসাপাতালে চিকিৎসাধীন ছিলেন। গতকাল ৭০ বছর বয়সী মোশাররফকে কঠোর নিরাপত্তায় হাজির করা হয়। পাকিস্তানের ইতিহাসে এই প্রথম কোনো সাবেক সামরিক শাসক রাষ্ট্রদ্রোহিতার মামলায় আদালতে হাজির হলেন। ২০০৭ সালে সংবিধান স্থগিত করে দেশে জরুরি অবস্থা জারির কারণে মোশাররফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করা হয়েছে। বিচারে দোষী সাব্যস্ত হলে তার মৃত্যুদণ্ড হতে পারে। এএফপি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।