গত ৫ নভেম্বর 'কমান্ডিং অফিসারের সাফল্য' শিরোনামে খবরের প্রতিবাদ জানিয়েছেন কমিশনার অব কাস্টমস-এর পক্ষে কুর্মিটোলা কাস্টম হাউসের সহকারী কমিশনার ও তথ্য কর্মকর্তা নূর-এ হাসনা সানজিদা অনসূয়া। তিনি বলেন, গত ২৪ জুলাই বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ এককভাবে বাংলাদেশ বিমানের ফ্লাইট থেকে ১২৪ কেজি স্বর্ণ উদ্ধার করে। যা গোয়েন্দা সংস্থা, নিরাপত্তা সংস্থা ও অন্যান্য সংস্থার সম্মুখে গণনা করা হয়। কিন্তু কমান্ডিং অফিসারের সাফল্য শিরোনামে প্রকাশিত খবরে উক্ত কর্মকর্তার সাফল্যের সঙ্গে কাস্টমস বিভাগের উদ্ধারকৃত স্বর্ণ চালান আটকের ঘটনাকে সম্পৃক্ত করা হয়েছে যা সত্য নয়। প্রকৃতপক্ষে উদ্ধার অভিযানটি কাস্টমস বিভাগ কর্তৃক গোপন সংবাদ সংগ্রহের মাধ্যমে প্রয়োজনীয় নজরদারি ও পরিকল্পনার ভিত্তিতে পরিচালনা করা হয়। শুধুমাত্র স্বচ্ছতার প্রয়োজনে বিমানবন্দরে কর্মরত একাধিক সংস্থার উপস্থিতিতে আটককৃত স্বর্ণ বারগুলো গণনা করা হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।