আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকায় ফিরেছেন ফুটবলাররা

দেশে ফিরেছে জাতীয় ফুটবল দল। থাইল্যান্ড দুই অনুশীলন ম্যাচের পাশাপাশি প্রস্তুতিটাও সেরে নিয়েছেন এমিলি মামুনুলরা। কোচ ক্রুইফ দেখতে চেয়েছিলেন থাইল্যান্ডের গতিময় খেলার কাছে তার শিষ্যরা কেমন করে। প্রথম ম্যাচে থাই লিগের মধ্যম সারির দল সাবুরির কাছে হেরে যায়। পরের অনূধর্্ব-১৯ দলকে পরাজিত করে। দুই ম্যাচ দেখে কোচ হতাশ নন। কাল দলের সঙ্গে ফেরত না আসাতে ক্রুইফের প্রতিক্রিয়া জানা যায়নি। তবে থাইল্যান্ডে তিনি বার বার বলেছেন, আমার লক্ষ্য জয়-পরাজয় নয়। ছেলেদের ভুলত্রুটি ধরাটাই প্রধান কাজ। তিনি বলেছেন, দলের প্রস্তুতিটা যে ভালো হচ্ছে তা থাইল্যান্ডে বোঝা গেছে। কথা হচ্ছে পুরো দল ফিরলেও ক্রুইফ আসেননি কেন? আগামী মাসেই সাফ ফুটবলের পর্দা উঠছে। প্রশিক্ষণ জোরালো হওয়াতে এবার অনেকেই শিরোপার প্রত্যাশা করেছেন। সত্যি বলতে কি, চ্যাম্পিয়ন হওয়ার সামর্থ্যও আছে এমিলিদের। কিন্তু মূল লড়াইয়ে গিয়ে বাংলাদেশ যেন এলোমেলো হয়ে যায়। এবারও ফেভারিট। কিন্তু গ্রুপেই শক্তিশালী তিন দেশ ভারত, নেপাল ও পাকিস্তানের বিপক্ষে লড়তে হবে। এই অবস্থায় সেমিফাইনালে যেতে হলে কঠিন লড়াই করতে হবে। তাই এমিলিদের আর বসে থাকার সুযোগ নেই। হাতে যে সময়টুকু আছে তাতে প্রস্তুতিটা আরও জোরাল করা দরকার আছে। ক্রুইফের না ফেরাটা বাফুফের অনেক কর্মকর্তা বিরক্তির চোখে দেখছেন। যদিও ঈদ উৎসব করতে খেলোয়াড়রা কিছুদিনের ছুটি পাবেন। তাতে কি কোচতো তার শিষ্যদের পরামর্শতো দিতে পারতেন। বিশেষ করে ফেডারেশন সভাপতি কাজী সালাউদ্দিন চাচ্ছিলেন ছেলেদের প্রস্তুতিটা কেমন হলো তা ক্রুইফের কাছে জানতে। এখন এভাবে তার না ফেরাটা বাফুফে কোনোভাবে ভালো চোখে দেখছে না। অনেকে বলছেন এতে চুক্তিও ভঙ্গ করেছেন ডাচ কোচ। কেননা কখন কীভাবে তিনি ছুটি পাবেন তা চুক্তিতে স্পষ্ট করে উল্লেখ করা আছে। তবে ক্রুইফ খুব শীঘ্রই ফিরে আসবেন সে ব্যাপারে বাফুফে আশাবাদী। যাক ক্লান্তির কারণে দেশে ফেরার পর ফুটবলার তেমন কথা বলতে পারেনি। তবে অনেকেই সংক্ষিপ্ত প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন যে থাইল্যান্ড ট্যুর তাদের প্রস্তুতিতে উপকার হয়েছে। ১১ আগস্ট প্রস্তুতি ম্যাচ খেলতে পাকিস্তান ঢাকায় আসবে। তাদের সঙ্গে খেলার পর বোঝা যাবে কেমন শক্তি নিয়ে ফুটবলাররা নেপালে উড়বেন।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.