আমাদের কথা খুঁজে নিন

   

ফল প্রকাশের দাবিতে শিক্ষার্থীদের তালা

১৩ মাসেও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিষয়ের ফল প্রকাশ না হওয়ায় বিভাগের প্রশাসনিক দফতর এবং শ্রেণীকক্ষে তালা দিয়ে অবস্থান ধর্মঘট করেছেন শিক্ষার্থীরা। ২০০৮-০৯ শিক্ষাবর্ষের স্নাতক চূড়ান্ত পরীক্ষার ফল প্রকাশ না হওয়ায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা গতকাল সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিভাগীয় প্রধান, বিভাগের দফতর ও শ্রেণীকক্ষে তালা দিয়ে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেন। ফলে বিভাগে কোনো ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। এ সময় তারা ফল প্রকাশে বিলম্বের জন্য বিভাগের প্রধান অধ্যাপক ড. আবদুল আউয়াল বিশ্বাস ও সহকারী অধ্যাপক মো. মোখলেসুর রহমানকে দায়ী করেন। জানতে চাইলে ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান মো. মোখলেসুর রহমান জানান, পরীক্ষা কমিটির সভাপতি, বিভাগীয় প্রধান আবদুল আউয়াল ২৫ ফেব্রুয়ারি দেশে ফিরলে বিষয়টি নিয়ে আলেচনা হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.