আমাদের কথা খুঁজে নিন

   

সাইক গ্রুপের এমপ্লয়মেন্ট জেনারেশন শীর্ষক

সাইক গ্রুপ অব ইনস্টিটিউশনের উদ্যোগে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে 'এমপ্লয়মেন্ট জেনারেশন ইন হোম অ্যান্ড এবরড' শীর্ষক সেমিনার। গত বুধবার বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ (মিরপুর-১৪) সংলগ্ন শহীদ মোয়াজ্জেম হলে এর আয়োজন করা হয়। সাইক গ্রুপ অব ইনস্টিটিউশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবু হাসনাত মো. ইয়াহিয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ভারতের কিট ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজসেবী ড. অচ্যুত সামন্ত। তিনি তার বক্তৃতায় শিক্ষার্থীদের মানবসেবার আহ্বান জানান।

বিশেষ অতিথি ছিলেন কারিগরি শিক্ষা অধিদফতরের মহাপরিচালক, মো. শাহজাহান মিয়া, কারিগরি শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আবুল কাসেম এবং সাইক গ্রুপের প্রতিষ্ঠাতা সেক্রেটারি সোহেলী ইয়াছমিন। এ ছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুয়েটের উপাচার্য প্রফেসর ড. মো. আলাউদ্দিন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সরকারের স্কিলস অ্যান্ড ইনহ্যান্সমেন্ট প্রজেক্টের (স্টেপ) পরিচালক গোলাম মো. জহিরুল আলম।

সেমিনারে বক্তারা কারিগরি শিক্ষার্থীদের দেশে এবং দেশের বাইরে কর্মসংস্থান, সুযোগ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। বিজ্ঞপ্তি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.