জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান বলেছেন, দেশ এক ভয়াবহ পরিস্থিতিতে নিপতিত। মানুষের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, মানবিক ও ধর্মীয় অধিকার ভূলুণ্ঠিত করে সরকার একদলীয় প্রহসনের নির্বাচনের মাধ্যমে বাকশালী শাসন প্রতিষ্ঠার ষড়যন্ত্র করছে। গতকাল এক বিবৃতিতে এ কথা বলেন তিনি।
শফিকুর রহমান সরকারের উদ্দেশে বলেন, একদলীয় প্রহসনের নির্বাচন বন্ধ ও তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংবিধানে পুনর্বহাল করুন। তিনি বলেন, রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে নোংরা দলীয় স্বার্থে ব্যবহার করে বিশ্ববাসীর কাছে বাংলাদেশের মর্যাদা ভূলুণ্ঠিত করা হয়েছে। বাংলাদেশ বিশ্ব দরবারে যে সম্মান ও মর্যাদার আসন গড়ে তুলেছিল এ সরকারের ৫ বছরের শাসনামলে তা সম্পূর্ণরূপে বিনষ্ট হয়েছে। এখন একদলীয় প্রহসনের নির্বাচনের মাধ্যমে সরকার বাংলাদেশকে বিশ্ব সম্প্রদায় থেকে বিচ্ছিন্ন করার অবশিষ্ট কাজ সম্পন্ন করার চক্রান্ত করছে। বিবৃতিতে তিনি ১৮ দল ঘোষিত আজ ভোর ৬টা থেকে টানা ৪৮ ঘণ্টার সর্বাত্দক হরতাল কর্মসূচি দেশবাসীকে শান্তিপূর্ণভাবে সফল করার আহ্বান জানান।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।