আমাদের কথা খুঁজে নিন

   

স্বপ্ন বাড়ায় সন্দেহ

স্বপ্ন নিয়ে কম গবেষণা করেননি বৈজ্ঞানিকরা। এর পেছনের কারণ স্বপ্ন নিয়ে মানুষের আগ্রহ ও কৌতূহল সব সময়ই রহস্যভেদ করতে চেয়েছে। রাতের স্বপ্ন মানুষের মনের ভেতরে সন্দেহ বাড়িয়ে দিতে পারে এমনটাই অভিমত গবেষকদের। স্বপ্ন যে শরীর-মনের ওপর প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব ফেলে সেটা স্বীকৃত হওয়ার পর এ ব্যাপারে আরও উন্নত গবেষণার দিকে ঝুঁকেছে স্বপ্ন গবেষকরা। গবেষকদের দাবি অনুযায়ী দেখা যাচ্ছে, স্বপ্নের প্রভাব পড়তে পারে বাস্তবেও। গবেষকরা আরও বলেছেন, অনেক সময় রাতের স্বপ্ন দিনের বেলায় আমাদের মেজাজ খারাপ করে দিতে পারে। সঙ্গী বা সঙ্গিনীর প্রতি সন্দেহ বেশ কয়েকগুণ বাড়িয়ে দিতে পারে। স্বপ্নকে যারা বাস্তবতার সঙ্গে মিলিয়ে ফেলেন তাদের জন্য এটি বেশ অস্বস্তির কারণ হয়ে দাঁড়াবে। গবেষকরা তাদের গবেষণাপত্রে দাবি করেছেন এই তথ্য। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের এক দল গবেষক ৬১ নারী-পুরুষকে ঘুম ভাঙার পর পরই তাদের দেখা স্বপ্ন বিস্তারিত লিখতে বলেন। এরপর দিনের শেষে তাদের আচরণ ও কর্মকাণ্ডের বর্ণনা লিখতে বলা হয়। অংশগ্রহণকারীদের কিছু প্রশ্নও করেন গবেষকরা। গবেষকরা ৮৪২টি স্বপ্ন বিশ্লেষণ করেন। প্রশ্নগুলোর বেশির ভাগই ছিল ব্যক্তিগত মানসিক অবস্থা ও পরিচিতজনদের ঘিরে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.