ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নৈশপ্রহরী ও ব্যবসায়ীদের জিম্মি করে সোমবার রাতে ৮টি ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতদের হামলায় আহত হন আটজন। লুট করা হয় ১২ লক্ষাধিক টাকার মালামাল। উপজেলার মেঘনা নদী তীরবর্তী আজবপুর বাজারে এ ডাকাতির ঘটনা ঘটে। নৈশপ্রহরী বাবলু মিয়া জানান, গভীর রাতে প্রায় ৪০ জনের সশস্ত্র একটি মুখোশধারী ডাকাত দল বাজারের দুই নৈশপ্রহরীসহ কয়েকজন ব্যবসায়ীকে বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। তারা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের তালা কেটে মালামাল লুট করে বালুর নৌকায় তুলে মেঘনা নদী দিয়ে পালিয়ে যায়।
সরাইল থানার ওসি জানান, ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করা হয়েছে। তবে ডাকাতির ঘটনায় মামলা এখনো হয়নি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।