আমাদের কথা খুঁজে নিন

   

খালেদা জিয়া আজ রাজবাড়ী যাচ্ছেন

দীর্ঘ আট বছর পর রাজবাড়ী যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বেলা ১১টার দিকে গুলশানের বাসা থেকে সড়কপথে রাজবাড়ির উদ্দেশে তিনি রওয়ানা দেবেন। বেলা ৩টায় রাজবাড়ীর ঐতিহাসিক শহীদ আবদুল আজিজ খুশি রেলওয়ে ময়দানে ১৯ দলীয় জোট আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন।

গত পাঁচ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের পর ঢাকার বাইরে এটা বেগম জিয়ার প্রথম জনসভা। এদিকে বেগম জিয়ার আগমন উপলক্ষে উৎসবে মেতেছে রাজবাড়ী ও আশপাশের জেলাগুলো। রাজবাড়ী শহর ও যাত্রাপথে ইতোমধ্যেই শতাধিক তোরণ, ব্যানার ও বিলবোর্ড টানানো হয়েছে। পাশর্্ববর্তী জেলা ফরিদপুর, শরীয়তপুর, কুষ্টিয়া ও পাবনা থেকে নেতা-কর্মী-সমর্থকরা সমাবেশে আসবেন বলে জানিয়েছেন রাজবাড়ী জেলা বিএনপির সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। তিনি জানান, বিএনপি চেয়ারপারসনের রাজবাড়ী সফর উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

জানা গেছে, নানা অনিয়ম তুলে ধরে ৫ জানুয়ারি নির্বাচন বাতিল, ১৯ দলীয় জোটের নেতা-কর্মীদের বিরুদ্ধে হামলা, মামলা এবং হত্যা, গুম বন্ধসহ অবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবির পাশাপাশি আগামী দিনের রাজপথের আন্দোলনের দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখবেন বেগম জিয়া।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.