আমাদের কথা খুঁজে নিন

   

বাইক্কা বিলে অতিথি পাখির সংখ্যা এবার রেকর্ড পেরিয়ে

এ বছর মৌলভীবাজার পাখি শুমারির ১ম ধাপে বাইক্কা বিলে অতিথি পাখির সংখ্যা রেকর্ড পেরিয়ে ৪১ প্রজাতির  ১০ হাজার ৪৭৯ পাখি বিচরণ করছে।

শীতের শুরু থেকেই বিভিন্ন শীত প্রধান দেশ থেকে জেলার শ্রীমঙ্গল উপজেলার বাইক্কা বিলে এখন শুধু পাখি আর পাখি। একটু উষ্ণতার খোঁজে প্রতি বছরের মতো এবারও এ বিল নানা প্রজাতির পাখির কিচির মিচিরে মুখর হয়ে উঠেছে। প্রতি বছরের মতো এবারও বাইক্কা বিলে এশিয়ান ওয়াটার বার্ড সেনসাসের আওতায় পাখি গণনা  হয়েছে। পাখি শুমারির এসব তথ্য জাতীয় ও আন্তর্জাতিকভাবে সংরক্ষণের জন্য গুরুত্বপূর্ণ পাখি এলাকা হিসেবে তালিকাভুক্ত শ্রীমঙ্গলের বাইক্কা বিলে পাখি শুমারী করা হয়।

বাংলাদেশের বার্ড ক্লাবের সভাপতি ও বাংলাদেশের জলচর পাখি শুমারি কার্যক্রমের জাতীয় সমন্বয়কারী ইনাম আল হক জানান, এ বছর বাইক্কা বিলে ১১ প্রজাতির ৫ হাজার হাঁস দেখা গেছে। এছাড়াও দাগী লাল পা ৪৮১ টি, মেটে মাথা টিটি দেখা গেছে ৩৭০ টি। পাখি শুমারিকালে বিশ্বব্যাপী বিরল ও বিপন্ন ২টি ফুলুরী হাঁসের দেখা মিলেছে। বিশ্বব্যাপী বিপন্ন কালা মাথা কাস্তেচড়া ১৭টি ও কালো লেজ জোরালির দেখা মিলেছে ২২০টি। এ ছাড়াও বাংলাদেশে বিরল খয়রা কাস্তে চড়া পাখির দেখা পাওয়া গেছে ১৫টি।

ফ্রেবু্রয়ারির  মাঝামাঝি সময়ে বাইক্কা বিলে ২য় পর্যায়ে আবারো পাখিশুমারি অনুষ্ঠিত হবে।   

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।