আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছে আরও দুই টাইগার। চট্টগ্রামে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে বাংলাদেশের ৪০ ও ৪১তম ক্রিকেটার হিসেবে টি-২০ ক্যাপ পরেছেন বাঁ হাতি স্পিনার আরাফাত সানি ও উইকেটরক্ষক ব্যাটসম্যান মিঠুন আলী। অভিষেকের দিনেই নির্বাচকদের আস্থার প্রতিদান দিয়েছেন আরাফাত সানী। নিজের আন্তর্জাতিক ম্যাচের অভিষেক ওভারের পঞ্চম বলে উইকেট নিয়ে ক্যারিয়ার শুরু করেন এ স্পিনার। লঙ্কান ব্যাটসম্যান প্রসন্নর দুর্দান্ত ক্যাচ নিয়ে সানীকে প্রথম আন্তর্জাতিক উইকেটের উপহার দেন নাছির। সানীর দ্বিতীয় উইকেটটি সতীর্থদের উপহার। এবার নাছিরের ভূমিকায় অবতীর্ণ হন বিজয়। লঙ্কানদের ১৪ তম ওভারের তৃতীয় বলে আরাফাত সানীকে বাউন্ডারি মারতে গিয়ে বিজয়ের দম বন্ধ করা ক্যাচের শিকার হয়েছেন লঙ্কানদের ইনিংসের সর্বোচ্চ সংগ্রাহক কৌশল। বিজয় সীমানার দড়ির দুই ফুট উচ্চতায় লাফ দিয়ে ক্যাচটি লুফে নেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।