ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সংঘর্ষে ১৩০ জন আহত হয়েছেন। জমি ও রাস্তা নিয়ে বিরোধের জেরে এসব সংঘর্ষ হয়। এদিকে গোপালগঞ্জে পূর্বশত্রুতাকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর সংঘাতে আহত হয়েছেন ৩০ জন। ব্রাহ্মণবাড়িয়া : সদর উপজেলার চান্দিগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জের ধরে হামুর ও কারিবাড়ির লোকজন গতকাল সংঘর্ষে জড়িয়ে পড়েন। ঘণ্টাব্যাপী সংঘর্ষে ৫০ জন আহত হন। এদের মধ্যে ১৮ জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের এলু মিয়ার গোষ্ঠী ও দিল্লুর আলীর গোষ্ঠীর লোকদের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন ২৫ জন। এ ছাড়া বিজয়নগর উপজেলার মুকুন্দপুর এলাকায় বাড়ির রাস্তা নিয়ে সকালে শামসুল হক মাস্টার ও আইয়ুব আলীর লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এতে আহত হয়েছেন উভয়পক্ষের ৫৫ জন। গোপালগঞ্জ : কোটালীপাড়ায় পূর্বশত্রুতাকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর দফায় দফায় সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন। উপজেলার আশুতিয়া গ্রামে গতকাল এ ঘটনা ঘটে। সংঘর্ষস্থল থেকে পাঁচজনকে আটক করেছে পুলিশ। জানা গেছে, ওই গ্রামের ইউসুফ শেখের সঙ্গে একই গ্রামের কামাল মোল্লার এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলছিল। এর জের ধরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসহ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।