আমাদের কথা খুঁজে নিন

   

রংপুরে নিরাপত্তাহীনতায় গণজাগরণ মঞ্চের কর

নিরাপত্তাহীনতায় ভুগছেন রংপুর গণজাগরণ মঞ্চের কর্মীরা। তাদের মধ্যে জামায়াত-শিবির আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সোমবার রাতে বগুড়ায় গণজাগরণ মঞ্চের এক কর্মীকে জামায়াত-শিবির কর্মীরা কুপিয়ে হত্যার পর এ আতঙ্ক দেখা দিয়েছে। এ ঘটনার পর রংপুর গণজাগরণ মঞ্চের কর্মীরা একা চলাফেরা করছেন না। প্রতিদিন বিকালের পর থেকে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে তারা যে আড্ডা দিতেন গতকাল থেকে তাও প্রায় বন্ধ হয়ে গেছে। গণজাগরণ মঞ্চের কর্মী জয়ন্ত বলেন, মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশ পাওয়া কাদের মোল্লার বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারির পর থেকে আমরা যে কোনো মুহূর্তে জামায়াত-শিবিরের হামলার শিকার হতে পারি এমন আতঙ্কে দিন কাটাচ্ছি। রংপুর গণজাগরণ মঞ্চের সমন্বয়কারী রকিবুল হাসান রকেট বলেন, বগুড়ার গণজাগরণ মঞ্চের কর্মীকে হত্যার পর চরম আতঙ্কের মধ্যে রয়েছি। নিরাপত্তার অভাবে একা কোথাও চলাফেরা করছি না। বিষয়টি পুলিশ প্রশাসনকেও জানানো হয়েছে। এ ব্যাপারে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হওয়া জরুরি বলে মন্তব্য করেন তিনি। উল্লেখ্য, ৫ ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। এ রায়ে প্রত্যাশা পূরণ না হওয়ায় আন্দোলনে নামে তরুণ সমাজ। মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে তরুণরা গণজাগরণ মঞ্চ করে ঢাকার শাহবাগে অবস্থান নেয়। লাখো জনতা সমবেত হয়ে তরুণদের কর্মসূচির প্রতি সংহতি জানায়। উত্তাল হয়ে ওঠে শাহবাগ চত্বর। শাহবাগের ঢেউ ছড়িয়ে পড়ে দেশের প্রতিটি জেলা-উপজেলায়, আনাচে-কানাচে। গড়ে ওঠে গণজাগরণ মঞ্চ। রংপুর পাবলিক লাইব্রেরি মাঠের সামনেও গড়ে ওঠে গণজাগরণ মঞ্চ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.