বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরেক দফায় সরকারের শপথ গ্রহণ না করা পর্যন্ত বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়াকে গৃহবন্দী রাখা হবে। ব্রিটেনের প্রভাবশালী সাময়িকী 'দি ইকোনমিস্ট' গতকাল তাদের এক প্রতিবেদনে এমন মন্তব্য করেছে। প্রতিবেদনে বাংলাদেশের ৫ জানুয়ারির নির্বাচনকে প্রহসনের নির্বাচন উল্লেখ করা হয় এবং এ নির্বাচনের মাধ্যমে মাইনাস ওয়ান (খালেদা জিয়াকে বাদ দেওয়ার পদ্ধতি) হিসেবেও দেখছে পত্রিকাটি।
পত্রিকাটিতে বলা হয়েছে, ঢাকার কূটনৈতিক এলাকার ৭৯ নম্বর রোডে গৃহবন্দী অবস্থায় আছেন বাংলাদেশের প্রধান বিরোধী দলের নেতা বেগম খালেদা জিয়া। দলের নেতা-কর্মীরা তার সঙ্গে দেখা করতে গেলেই তাদের গ্রেফতার করা হচ্ছে। প্রতিবেদনে বলা হয়, দেশটির তৃতীয় বৃহত্তম দল জাতীয় পার্টি নির্বাচন বয়কট করায় এর চেয়ারম্যান এরশাদকে হাসপাতালে আটক রাখা হয়েছে। চতুর্থ বৃহত্তম দল জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করা হয়েছে। ফলে দলটি নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে না।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।