আমাদের কথা খুঁজে নিন

   

অতিমানবীয় এক রোবট***

এত দিন ধরে বিজ্ঞানীরা মানুষের গুণাবলি সম্পন্ন রোবট তৈরিতে ব্যস্ত ছিলেন। তবে এবার তারা জোর দিচ্ছেন ভিন্ন ধরনের এক রোবট নির্মাণে। মানুষের পক্ষে সম্ভব নয়, এমন পরিস্থিতিতে যারা অনায়াসে কাজ করবে।

কেমন হবে ভবিষ্যতের রোবট। ইউরোপীয় ইউনিয়নের নতুন আন্তর্জাতিক প্রকল্প কিন্তু এটাই। অর্থাৎ, নতুন ধরনের রোবট তৈরি। আগুনের মধ্য দিয়ে চলাফেরা করতে পারবে এরা, হয়তো পারবে জলের ওপর দিয়ে হাঁটতে। এমনকি কোথায় কোথায় 'ল্যান্ডমাইন' পোঁতা রয়েছে, তাও ধরে ফেলতে পারবে এ উন্নত অতিমানবীয় রোবট। কোরোইবোট নামের এই রোবটগুলোর নাম রাখা হচ্ছে প্রাচীন গ্রিসে আয়োজিত বিশ্বের প্রথম অলিম্পিক চ্যাম্পিয়ন কোরোইবোস অব এলিসের নামে। এখানে বলে রাখা ভালো, কোরোইবোস আদতে একজন রাঁধুনি হয়েও অলিম্পিকের সেই দৌড় প্রতিযোগিতায় সবাইকে পেছনে ফেলে দিয়েছিলেন। বলাবাহুল্য, অনেকটাই যেন অতিমানবীয় ছিল তার গতি, তার চলার ধরন। আর তাই তো এই নামকরণ। সে যাই হোক, তিন বছরের এই প্রকল্পে প্রধানত জোর দেওয়া হয়েছে রোবটের পায়ের গঠনের ওপর। অর্থাৎ, বিজ্ঞানীদের মূল লক্ষ্য মানুষের মতো চলাফেরা করবে এমন পা নির্মাণ করা। ৪০ জন ইউরোপীয়, ইসরায়েলি এবং জাপানি বিজ্ঞানী এই প্রকল্পে কাজ করছেন। এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৪২ লাখ ইউরো। আর পুরো দলের নেতৃত্বে আছেন জার্মান গণিতবিদ হাইডেলব্যার্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কাটিয়া মোমবোর। অধ্যাপক মোমবোর জানালেন, এখন পর্যন্ত যেসব রোবট তৈরি হয়েছে তারা নির্দেশনা অনুযায়ী কেবল সোজা বা বিপরীত দিকে হাঁটতে পারে। কিন্তু এবার তারা প্রযুক্তির উন্নতি ঘটিয়ে মানুষের মতো রোবট নির্মাণ করতে চান, যারা প্রয়োজনে নিজের গতি পাল্টাতেও সক্ষম হবে। প্রাকৃতিক দুর্যোগ যেমন ভূমিকম্প সুনামি, দাবানল, এমনকি দুর্ঘটনাার সময় মানুষকে উদ্ধারে সাহায্য করবে এ রোবট।

ইনফোটেক ডেস্ক

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.