নাগরিক
[ভালোবাসা দিবসে জুমার নামাযে একজন ইমামের ভাষণের অনুলিপি]
ইসলামে কোন ভালোবাসা দিবস নাই ।
ইসলামে প্রতিটি দিনই ভালোবাসার।
ইসলামে সবচেয়ে বেশী ভালোবাসতে হ্য় আল্লাহকে। তারপর তার রসুল(সকে ।
ইসলামে ভালোবাসতে হ্য় পিতামাতাকে, ভাইবোন, আত্মীয় স্বজন, প্পতিবেশী , সাধারণভাবে সমস্ত মানুষকে।
সমস্ত প্রাণীকুলকে ।
ইসলামে ভালোবাসতে হয় সন্তান-সন্ততিকে ।
যে ভালোবাসা ২০-২৫ বৎসরের একটা সংসারকে তছনছ করে দেয়, সে ভালোবাসা ইসলাম সমর্থন করেনা । যে ভালোবাসা দুজন তরুন তরুণীর পথচলাকে বিভ্রান্ত করে সে ভালোবাসা ইসলাম বলে না ।
যে ভালোবাসা ব্যভিচার, অশ্লীলতা ও শঠতাকে প্রশ্রয় দেয়, সে ভালোবাসাকে ইসলাম চায় না।
[ইমাম সাহেবের ভাষণ আরো দীর্ঘ ও তাতে প্রচুর হাদীস-কোরআনের উদ্ধৃতি ছিলো, মূর্খের পক্ষে সেগুলো হুবহু মনে রাখা সম্ভব হয়নি উদ্ধৃত করা যায়নি। ]
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।