আমাদের কথা খুঁজে নিন

   

এলাকা পরিবর্তন বন্ধ হওয়ায় বিপাকে সম্ভাব্÷

ভোটার এলাকা পরিবর্তন করে চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে বিপাকে পড়েছেন উপজেলা নির্বাচনে প্রার্থী হতে যাওয়া শত শত সম্ভাব্য প্রার্থী। নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ভোটার তালিকা স্থানান্তর করা যাবে না মর্মে জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের বৃহস্পতিবার চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন সামনে রেখে বিপুলসংখ্যক প্রার্থী ভোটার এলাকা স্থানান্তরের আবেদন করায় আসন্ন নির্বাচনে ভোটার তালিকা নিয়ে গরমিল ও বিশৃঙ্খলার আশঙ্কায় এ সিদ্ধান্ত নিয়েছে কমিশন। জানা গেছে, ভোটার এলাকা স্থানান্তর বন্ধ করায় বিপাকে পড়েছেন শত শত সম্ভাব্য প্রার্থী। ইতোমধ্যে অনেক প্রার্থী নির্বাচন কমিশন সচিবালয়, জাতীয় পরিচয়পত্র অনুবিভাগ ও মাঠ পর্যায়ে নির্বাচন অফিসে ভোটার এলাকা স্থানান্তরের জন্য আবেদন করেছেন। তবে স্থানান্তর না করা হলে নির্বাচনে তাদের চাহিদা অনুযায়ী এলাকায় প্রার্থী হতে পারবেন না বলে জানিয়েছেন ইসি কর্মকর্তারা। আইন অনুযায়ী প্রার্থী হতে হলে সংশ্লিষ্ট উপজেলার ভোটার হওয়া বাধ্যতামূলক। নির্বাচনে প্রার্থী হতে কয়েক দিনে শতাধিক ব্যক্তি ভোটার এলাকা স্থানান্তরের জন্য আবেদন জানালেও তাদের স্থানান্তরের কোনো অনুমতি মেলেনি। প্রায় প্রতিদিনই জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ ও নির্বাচন কমিশনে ধরনা দিচ্ছেন হাজার হাজার সম্ভাব্য প্রার্থী। ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনে দশম সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতকৃত ভোটার তালিকা ব্যবহার করা হবে। ছবিসহ ও ছবি ছাড়া ভোটার তালিকার সিডি মাঠ পর্যায়ে প্রেরণ করা হয়েছে। নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ভোটার স্থানান্তর করা হলে ভোটার তালিকার সিডি ও মুদ্রিত ভোটার তালিকার মধ্যে গরমিল দেখা দেবে। এ অবস্থায় নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ভোটার স্থানান্তর বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের ব্যক্তিগত তথ্য (হলফনামা) ইসির ওয়েবসাইটে প্রকাশে নির্বাচন কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে কমিশন। পাশাপাশি রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তাদেরও হলফনামা প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। ইতোমধ্যে তা প্রকাশও করা হয়েছে। কমিশন সচিবালয় ও এনআইডির কর্মকর্তারা বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে ভোটগ্রহণ পর্যন্ত সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় ভোটার তালিকা সংশোধন (নতুন অন্তর্ভুক্তি, স্থানান্তর, কর্তন) করা যায় না। কিন্তু যেসব স্থানে নির্বাচন হচ্ছে না সেসব স্থানে ভোটার তালিকা সংশোধনে বাধা নেই। তারা বলেন, ভোটার এলাকা স্থানান্তর বন্ধ হলে অনেকে প্রার্থী হতে পারবেন না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.