মানুষ আর গিরগিটির মধ্যে শুধু একটাই পার্থক্য মানুষ মানুষ আর গিরগিটি একটা প্রাণী।
জানের জান আরমান
কেড়ে নিলে এই প্রাণ।
অক্টোবরের ১৯ তারিখ
প্রথম ভালোবাসা !
সেদিন থেকেই তোমার হবো
ছিলো অনেক আশা।
নভেম্বরের ১৫ তারিখ
প্রথম হল দেখা।
সেদিন থেকেই তোমার নামটি
হৃদয়ে হয়েছে লেখা।
মাস দুটি ভালোই গেলো
অনেক স্বপ্নের সৃষ্টি হল।
মাঝখানেতে কষ্টের মাস
ছিল ডিসেম্বর !
দূরে থাকার যন্ত্রণায়
হৃদয়ে হচ্ছিল কাল বৈশাখী ঝড়।
জানুয়ারির প্রথম সপ্তাহ
কষ্টে কেটেছিল বেশ !
কে জানতো, এরপরই
আসবে সুখের রেশ !
জানুয়ারির ১৭ তারিখ
এলো সেই মাহেন্দক্ষণ।
সব ছেড়ে একে অপরের
হয়ে গেলাম আপন।
দেখতে দেখতে ফেব্রুয়ারি
সেটাও যাচ্ছে চলে।
জীবনটা চলে যাচ্ছে
দারুন কোলাহলে।
সুখ দুখ মিলেমিশে
দিন যাচ্ছে বেশ।
সময় যতো বারুক না কেন
ভালোবাসা হবে না শেষ !
কিছুদিন পরে মিষ্টি একটা
বাবু আসবে কোলে !
তাকে নিয়ে জীবনটা
চলে যাবে হেসে খেলে !
তোমায় নিয়ে অনেক স্বপ্নের
বীজ করেছি বপন।
একটা একটা করে সব স্বপ্ন
করবো আমরা পূরণ।
আমি তোমার তুমি আমার
তোমায় আমায় মিলে আরমানিশি !
ভালোবাসার কোন শেষ নেই।
তাই আবারও বলছি-
ভালোবাসি ভালোবাসি ভালোবাসি !
- একজন নিশি
১৫/০২/২০১৪
রাত ১২:২৭:৪২
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।