আমাদের কথা খুঁজে নিন

   

অপহৃত স্বর্ণ ব্যবসায়ী মৃদুলকে পাওয়া গেল কুমিল্লায়

অপহৃত হওয়ার ছয় দিন পর চট্টগ্রামের স্বর্ণ ব্যবসায়ী মৃদুল চৌধুরীকে কুমিল্লা থেকে জীবিত পাওয়া গেছে। আজ সোমবার ভোর সাড়ে ৪টার দিকে কে বা কারা মৃদুলকে অচেতন অবস্থায় ফেলে রেখে যায়।

জানা যায়, আজ ভোরে কুমিল্লার বুড়িচং থানার কংসবাজার এলাকায় অচেতন অবস্থায় মৃদুলকে কে বা কারা ফেলে যায়। সংজ্ঞা ফিরলে তিনি বাজারের নৈশপ্রহরীর মোবাইল ফোন থেকে চট্টগ্রামে পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। পরিবার পুলিশকে জানালে বুড়িচং থানা পুলিশ তাকে উদ্ধার করেন।

গত ১১ ফেব্রুয়ারি চট্টগ্রামে পুরাতন টেলিগ্রাফ রোড থেকে মৃদুল চৌধুরী অপহৃত হওয়ার পর তার পরিবার অভিযোগ করে, র‌্যাব ও ডিবি পুলিশ পরিচয়ে একটি দল তাকে তুলে নিয়ে গেছে। ৮০ ভরি স্বর্ণ লুটের অভিযোগে মৃদুল ঢাকার সিএমএম আদালতে র‌্যাবের রকিবুল আমিনসহ তিনজনের বিরুদ্ধে মামলা করার পরপরই অপহরণের ঘটনা ঘটে।

মৃদুল নিখোঁজ হওয়ার পর ছয় দিনেও মুক্তিপণের দাবিতে পরিবারের সঙ্গে কেউ যোগাযোগ করেনি। তাকে উদ্ধারের জন্য চট্টগ্রামের ব্যবসায়ীরা আইনশৃঙ্খলা বাহিনীকে ৪৮ ঘণ্টা সময়ও বেঁধে দিয়েছিলেন। 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.